এ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিনের সভাপতি ডা. শারফুদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ ডা. আতিকুর রহমান

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২

এ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিনের সভাপতি ডা. শারফুদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ ডা. আতিকুর রহমান

ঢাকা, ৩০ জানুয়ারি ২০২২ : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদকে সভাপতি এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানকে কোষাধ্যক্ষ করে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিনের এডহক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

এছাড়া নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: আলী ইমরান মহাসচিব হয়েছেন ।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কমিটি গঠন করেছে।
নতুন কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক ডা. এম এ আজিজ, অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম, যুগ্ম সম্পাদক হলেন ডা. শেখ শাহিনুর হোসেন, ডা. মো: সালেহ উদ্দিন মাহমুদ ও দপ্তর সম্পাদক ডা. মো: নুরুজ্জামান খন্দকার।
সদস্য হলেন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. মো: সালাউদ্দিন আল আজাদ, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন,  অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ, ডা. দেবাশীষ চৌধুরী, ডা. মোছা: নিলুফার ইয়াছমীন, ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, ডা. মোঃ রসুল আমিন, ডা. মোঃ রাসেল ও ডা. শায়লা শারমীন শাহনেওয়াজ।

বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।