একুশে পদকপ্রাপ্ত লোককবি বিজয় সরকারের ১২০তম জন্মবার্ষিকী কাল

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২

একুশে পদকপ্রাপ্ত লোককবি বিজয় সরকারের ১২০তম জন্মবার্ষিকী কাল

নড়াইল, ১৯ ফেব্রুয়ারি ২০২২ : একুশে পদকপ্রাপ্ত প্রয়াত লোককবি বিজয় সরকারের ১২০তম জন্ম বার্ষিকী কাল।

এ উপলক্ষে কবির জন্মস্থান নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে কবির প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, ধর্মীয় আচার অনুষ্ঠান, বিজয়গীতি পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফখরুল হাসান।উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি, সদর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, অধ্যক্ষ রওশন আলী, আকরাম শহীদ চন্নু, নজরুল গবেষক এইচএম সিরাজ, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি সুলতান মাহমুদ, সাংবাদিক অশোক কুন্ডু প্রমূখ।
জন্মদিন উপলক্ষে আগামীকাল বেলা ৩টায় ডুমদিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা, গীতিকার ও গায়ক, চারণকবি বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি (১৩০৯ বঙ্গাব্দের ৭ ফাল্গুন) নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নবকৃষ্ণ অধিকারী এবং মায়ের নাম হিমালয়া দেবী।
সরকারের পক্ষ থেকে ২০১৩ সালে একুশে পদক (মরণোত্তর) পান উপমহাদেশের প্রখ্যাত এ চারণ কবি।