ইউক্রেনে যুদ্ধ বন্ধ কর: সিপিবি

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২

ইউক্রেনে যুদ্ধ বন্ধ কর: সিপিবি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ মার্চ ২০২২ : সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তথা আজকের ইউক্রেন রাষ্ট্রকে ঘিরে রাশিয়া এবং মার্কিন সাম্রাজ্যবাদের মধ্যে সৃষ্ট উত্তেজনা এবং সংঘাতময় পরিস্থিতিতে আজ ১মার্চ ২০২২ এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অবিলম্বে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি উদাত্ত আহবান জানিয়েছে। পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রদত্ত এই বিবৃতিতে ইউক্রেনে মার্কিন সাম্রাজ্যবাদ তথা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের আগ্রাসী তৎপরতার তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পশ্চিমা একচেটিয়া পুঁজি এবং রাশিয়ার একচেটিয়া পুঁজির তীব্র প্রতিযোগিতার ফলেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। একই সাথে ইউক্রেনের মূল ভুখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানেরও নিন্দা জানিয়েছে। সিপিবি ইউক্রেনের স্বশাসিত পূর্বাঞ্চলীয় প্রদেশ ডনবাস এলাকার রুশভাষী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়েছে।

Manual5 Ad Code

বিবৃতিতে বলা হয়, মার্কিন সাম্রাজ্যবাদ, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন এই তিন শক্তি মিলে আজ রাশিয়া এবং চীনকে কোণঠাসা করে ফেলার আগ্রাসী ভূ-রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করতে এই পরিস্থিতির জন্ম দিয়েছে। রাশিয়ার দিকে অন্যায়ভাবে টার্গেট করে মার্কিন সাম্রাজ্যবাদের পোল্যান্ডভিত্তিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য ইউক্রেনের বর্তমান নয়া নাৎসী সরকারকে নগ্নভাবে ব্যাবহার করছে। বিবৃতিতে সিপিবি অবিলম্বে ইউক্রেনে মার্কিন সাম্রাজ্যবাদ, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের দাবী জানাচ্ছে। সেই সাথে রাশিয়ার জাতীয় নিরাপত্তার প্রতি হুমকির সমতুল্য সকল প্রকার সাম্রাজ্যবাদী তৎপরতা বন্ধের দাবি জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, এই সামরিক সংঘাতে কেইউ লাভবান হবে না। বরং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেনের শ্রমজীবী মেহনতি মানুষ। তাই কূটনৈতিক তৎপরতা এবং চীনসহ ত্রিপাক্ষিক আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সংকট সমাধান করতে হবে। একই সংগে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
১ মার্চ ২০২২

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ