ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান কাল

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২২

ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান কাল

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ মার্চ ২০২২ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানাদি সমাপ্তির পথে।

Manual7 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ২০২১ সালে ১০ এপ্রিল ‘মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক ন্যায্যতা, সমতা প্রতিষ্ঠাসহ অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোল’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই ধারাবাহিকতায় আগামীকাল ১১ মার্চ, ২০২২ শুক্রবার রাজধানীর ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় সুবর্ণজয়ন্তী সমাপনী অনুষ্ঠানের কর্মসূচি শুরু হবে।
উক্ত অনুষ্ঠানে কমরেড সৈয়দ আমিরুজ্জামান সহ জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিকবৃন্দ ও জেলা/উপজেলা থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি।
বিদেশে চিকিৎসাধীন থাকায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ