বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের ৭ম জাতীয় সম্মেলন কাল

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, মে ১৩, ২০২২

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের ৭ম জাতীয় সম্মেলন কাল

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ মে ২০২২ : কৃষি খামার শ্রমিকদের স্থায়ী চাকরির অধিকার, জীবিকার জন্য ন্যায্য মজুরী, স্বাস্থ্য ও নিরাপত্তা, সহিংসতা ও বৈষম্য মুক্ত কর্মস্থল, জলবায়ুু কর্মোদ্যোগ এবং সামাজিক ও পরিবেশগতভাবে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার দাবিকে সামনে রেখে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের ৭ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কাল।
আগামীকাল ১৪ মে ২০২২, শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি।

প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকএমপি।

স্বাগত বক্তব্য দেবেন জনাব বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি ম. জয়নুল আবেদীন।

কৃষি খামার শ্রমিকদের স্থায়ী চাকরির অধিকার, জীবিকার জন্য ন্যায্য মজুরী, স্বাস্থ্য ও নিরাপত্তা, সহিংসতা ও বৈষম্য মুক্ত কর্মস্থল, জলবায়ুু কর্মোদ্যোগ এবং সামাজিক ও পরিবেশগতভাবে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার দাবিকে সামনে রেখে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের ৭ম জাতীয় সম্মেলনের সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।