কোচের দায়িত্ব ছাড়লেন রুনি

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২

কোচের দায়িত্ব ছাড়লেন রুনি

Manual7 Ad Code

লন্ডন (যুক্তরাজ্য), ২৫ জুন ২০২২ : তৃতীয় বিভাগের ক্লাব ডার্বির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ওয়েন রুনি।
আর্থিক ইস্যুতে শাস্তি হিসেবে ২১ পয়েন্ট কর্তন হওয়ায় সংকটে জর্জরিত ক্লাবটিকে গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে রাখতে পারেননি রুনি। তিনি তার প্রথম দফায় দায়িত্বপালনকালে ডার্বিকে নিয়ে চমক দেখান এবং ক্লাবটিকে উপরের বিভাগে নিয়ে আসেন। কিন্তু মৌসুমের শেষভাগে এসে ক্লাবটির প্রশাসনিক সমস্যা সৃস্টি হওয়ায় রুনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
ক্লাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়,‘ অনতিবিলম্বে কোচের দায়িত্ব ছাড়তে চান বলে রুনি আজ ক্লাবকে জানিয়েছেন।’
ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনি ২০২০ সালে ক্লাবটির দায়িত্ব গ্রহন করেছিলেন। চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকী আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code