বিশ্বকবি’র ৮১তম প্রয়াণ দিবসে শ্রীমঙ্গলে তাঁরই গানে ‘তুমিই সন্ধ্যার মেঘমালা’ শীর্ষক স্মরণ

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২

বিশ্বকবি’র ৮১তম প্রয়াণ দিবসে শ্রীমঙ্গলে তাঁরই গানে ‘তুমিই সন্ধ্যার মেঘমালা’ শীর্ষক স্মরণ

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৪ অাগস্ট ২০২২ : বিশ্বকবি’র ৮১তম প্রয়াণ দিবসে শ্রীমঙ্গলে তাঁরই গানে ‘তুমিই সন্ধ্যার মেঘমালা’ শীর্ষক স্মরণ অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে।
অাগামী ৬ অাগস্ট ২০২২ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে সবুজবাগ ম্যারাথন গ্রুপ (এস.এম.জি)-এর সার্বিক সহযোগিতায় সুরের মেলা’র উদ্যোগে এ স্মরণ অনুষ্ঠান।

বাইশে শ্রাবণ,
বাংলা সাহিত্যের এক প্রজ্বলিত নক্ষত্রের নিভে যাওয়ার দিন।
শ্রাবণঢলের ন্যায় সবকিছুকে ভাসিয়ে মহাবিশ্বের স্রোত ধরে এই দিনে প্রয়াণের
ভেলায় চড়ে যিনি ছেড়ে গেছেন এ বিশ্বলোক,
তিনি অামাদের প্রাণের বিশ্বকবি।
কবি চলে গেছেন যতোখানি, তারচেয়ে বেশি থেকে গেছেন গানে, সুরে, কবিতায়, নাটকে, কাব্যগাঁথায়।

এ সংক্রান্ত আরও সংবাদ