সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২
নিজস্ব প্রতিবেদক | সিলেট, ১০ সেপ্টেম্বর ২০২২ : বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশায় আজ থেকে এর পুনঃখনন কাজ শুরু করেছে।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আজ বিকেলে ফোনে জানান, ‘এর থেকে প্রতিদিন ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে আমরা আশা করছি।’
তিনি আজ শনিবার বিকেলে বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এসময় সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানসহ বাপেক্স ও জালালাবাদ গ্যাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আলী বলেন, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ২ নম্বর কূপ থেকে এখন প্রতিদিন ৭ থেকে সাড়ে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে।
আগামী ডিসেম্বরের মধ্যে বিয়ানীবাজার গ্যাস ফিল্ড পুনঃখননের কাজ শেষ হবে বলে বলেন তিনি।
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএলের) আওতায় বর্তমানে পাঁচটি গ্যাস ফিল্ড রয়েছে। এগুলো হলো- হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাসটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড।
এরমধ্যে ছাতক গ্যাস ফিল্ড পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাকি ১২টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন ৯১ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D