তিনমাস মেয়াদী ‘৬ষ্ঠ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্সে অাবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২

তিনমাস মেয়াদী ‘৬ষ্ঠ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্সে অাবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ অক্টোবর ২০২২ : বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে তিনমাস মেয়াদি ‘৬ষ্ঠ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স’ ২০২২-এর ১৫ নভেম্বর থেকে শুরু হবে। এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে অাগ্রহী প্রার্থীদের ৩১ অক্টোবরের মধ্যে অাবেদন করতে হবে।
দেশের বরেণ্য চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা ও শিক্ষকমণ্ডলী দ্বারা অভিনয়ের কলাকৌশল, আ্যক্টটিং মেথড, অভিনয়-সংগীত ও স্বর-সাধনা, চিত্রনাট্য পাঠ ও অভিনয়ের প্রশিক্ষণের বিষয় ধারাবাহিকতা, চরিত্র বিশ্লেষণ, থিয়েটার-টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়ের তুলনামূলক প্রকরণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা প্রত্যেকে একটি
কাহিনীচিত্রে অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রশিক্ষণ প্রাপ্ত অভিনয় শিল্পীদের নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হবে (অভিনয়ের দক্ষতা ও চরিত্রের বিবেচনায়)।

কোর্সের মেয়াদ ০৩ (তিন) মাস।
অধিবেশন সংখ্যা ৬০টি (২ মাস ব্যাপী) এবং ১ মাস ব্যাপী রিহার্সেল ও শ্যুটিং।
প্রশিক্ষণ সময় (সকাল ৯:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত, শুক্র, শনি ও সরকারি ছুটির দিন বন্ধ)
প্রশিক্ষণার্থীর যোগ্যতা ন্যূনতম এস.এস.সি/সমমান পাস।
বয়স অনূর্ধ্ব ৫০ বছর।
প্রশিক্ষণার্থীর সংখ্যা :২০ জন।
আবেদনের শেষ তারিখ
৩১ অক্টোবর ২০২২।
আবেদনপত্র সরাসরি অথবা অনলাইনে জমা দেয়া যাবে।
বাছাই পরীক্ষা
০৩ নভেম্বর ২০২২ সকাল ১০.০০ ঘটিকায় বিসিটিআই ক্যাম্পাস।
প্রশিক্ষন ফি ৫,০০০/- টাকা পাচঁ হাজার টাকা।
ক্লাশ শুরু ১৫ নভেম্বর ২০২২।

Manual6 Ad Code

যোগাযোগ
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট
অস্থারী কার্যালয়: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
১২৫/এ দারুস সালাম, এ. ডব্লিউ. চৌধুরী রোড, ঢাকা-১২১৬
০১৮৬০৯১১৩৩৮/০১৭৪৯৪৪৩৫০২
ই-মেইল: bctibd2013@gmail.com
ওয়েবসাইট: www.bcti.gov.bd

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code