দাবা দিয়ে শুরু ডিআরইউ ক্রীড়া উৎসব

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মে ১৪, ২০২৩

দাবা দিয়ে শুরু ডিআরইউ ক্রীড়া উৎসব

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ মে ২০২৩ : দাবা ইভেন্ট দিয়ে শুরু হয়েছে ওয়ালটন স্মার্ট টিভি-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩।
আজ রবিবার (১৪ মে ২০২৩) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ফেডারেশনের কক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।
ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক-ইন্ডাস্ট্রিস পিএলসির সিনিয়র অতিরিক্ত পরিচালক (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন) মো: মেহরাব হোসেন আসিফ ও আন্তর্জাতিক দাবা বিচারক মো: হারুনুর রশিদ।
দিনব্যাপী দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ডিআরইউ’র পুরুষ সদস্যরা। এতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন মোরসালিন আহমেদ। ৫ রাউন্ড সুইস লিগ পদ্ধতির প্রতিযোগিতায় সাড়ে চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন তিনি। টাই-ব্রেকিং পদ্ধতিতে মোসকায়েত মাশরেক দ্বিতীয় এবং সাঈদ শিপন অর্জন করেন তৃতীয় স্থান।

এ সংক্রান্ত আরও সংবাদ