সিলেট ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২৩
বিদগ্ধ বাম রাজনীতিক ও কলামিষ্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামানের বহুতলিক ভাবনাসমগ্রের
সারসংক্ষেপ ও জীবনচর্চা এবং রাজনৈতিক
ক্যারিয়ার কিংবা ভাবাদর্শ ফেসবুকের পরিমিতি
পরিসরে ব্যাখ্যা, বর্ণনা বা বিন্যস্ত করা কষ্টাসাধ্য ও কল্পনাতীত। বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত জনগোষ্ঠী
তথা শ্রমজীবি মানুষের ন্যায্য অধিকার আদায়ে জনগণের সংগ্রামে কমরেড আমিরুজ্জামান এক সদা সোচ্চার কন্ঠ।
পুঁজিবাদ নিয়ন্ত্রিত নামকাওয়াস্তের গণতন্ত্রের
এই পৃথিবীতে তিনি দীর্ঘদিন থেকেই তাঁর সংগ্রাম ও কলম শানিত রেখেছেন মানুষে মানুষে সাম্য, মৈত্রী স্হাপনে এবং একটি সুষম সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে। ধনিক, লুটেরা, সাম্রাজ্যবাদী আগ্রাসন ও পুঁজিবাদের সেবাদাস থেকে সামগ্রিক মুক্তির জন্য কৃষক, শ্রমিক ও শ্রমজীবি মেহনতি মানুষকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করতে তাঁর সংগ্রাম ও লেখনি এবং চিন্তাচেতনা অগ্রগণ্য এবং অনস্বীকার্য।
আর মাগুরছড়া গ্যাসফিল্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের উপর তাঁর রচিত তথ্যনির্ভর ”মাগুরছড়া ব্লো-আউট” গবেষণাগ্রন্থটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক আখ্যান ও দালিলিক স্মারক। আর এই গ্রন্থটি তাঁর অন্তঃস্থিত মেধার মাইলফলকও বটে।
ব্যক্তিজীবনে সদাচারী, সাদাসিধে জীবনাচরণে
অভ্যস্ত প্রগতিপথের অগ্রপথিক ও সুস্থ সংস্কৃতির
জীবন্ত মশাল আমার পরমপ্রিয় আমির ভাইকে
কোন আচারগত অন্ধতা ও সাম্প্রদায়িকতা স্পর্শ
করতে পারেনি। এই দাহকালে কালে তাঁর সঙ্গতা
এবং সান্নিধ্য আমার জন্য তৃপ্তি, সুখ ও স্বস্তিদায়ক।
তিনি সম্প্রতি পায়ে আঘাতজনিত ব্যথাসহ
শারিরীকভাবেও অসুস্হ। আমি পরম করুণাময়ের কাছে তাঁর দীপ্র স্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করছি।
———————————————————————-
ছবিটি বিগত মহান মে দিবসে শ্রীমঙ্গল রেল স্টেশনে।
মহান মে দিবসে তাঁর সাথে অন্তরঙ্গ আলাপচারিতায় জানতে পারি মে দিবসের তাৎপর্য ও রক্তস্নাত ইতিহাস সেই সাথে তাঁর জীবন দর্শন।
ছবিঋণ : বিকাশ বাপ্পন
বিশেষ দ্রষ্টব্য: ৪ বছর অাগে ২০১৯ সালের ১৩ জুন তারিখে শিল্প- সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সৃজনশীল লেখক মৃদুলকান্তি পাল মলয় লিখেছিলেন প্রগতিপথের অগ্রপথিক ও রাজনীতি সংস্কৃতির জীবন্ত মশাল এক সাম্যবাদী সত্তা কমরেড সৈয়দ আমিরুজ্জামানকে নিয়ে; প্রাসঙ্গিকতা বিবেচনায় তা পুন:প্রকাশ করা হলো।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D