কুয়াকাটায় নদ-নদী ও পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

কুয়াকাটায় নদ-নদী ও পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | কুয়াকাটা (পটুয়াখালী), ৩১ আগস্ট ২০২৩ : কলাপাড়া-কুয়াকাটায় এর নদ নদী ও পরিবেশ”বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট ২০২৩), সকাল ১০টায় ওয়াটারকিপার্স বাংলাদেশ, কুয়াকাটা প্রেসক্লাব, আমরা কলাপাড়াবাসী ও জাতীয় নদী জোটের যৌথ উদ্যোগে পর্যটন হলিডে হোমস এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।

সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়ক শরীফ জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, কুয়াকাটা পৌরসভার মেয়র জনাব মো: আনোয়ার হোসেন হাওলাদার, কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আঃ বারেক মোল্লা, কুয়াকাটা টুরিস্ট পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ, মহিপুর থানা পরিদর্শক মোঃ আসলাম পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কলাপাড়া সদস্য সচিব ও গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মান্নু মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য পেশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল বলেন, অনেক মানুষ দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে দারিদ্র্য সীমার নিচে বাস করছে। সমাজের সবাইকে উন্নয়ন কর্মকাণ্ড এ অন্তর্ভুক্ত করতে হবে। দায়িত্বশীল সমাজ দায়িত্বশীল দেশ গঠন করে। সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। প্রকৃতিকে আমারা না বাঁচাতে পারলে প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখতে পারবে না।

প্রধান আলোচকের বক্তব্যে ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়ক শরীফ জামিল বলেন, ড্রেজিং করতে গিয়ে সকল নদ নদী খালে পরিণত হচ্ছে। অপরিকল্পিত শিল্পায়নের কারণে সারা দেশে ব্যাপক জলাবদ্ধতা তৈরী হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাংলাদেশে ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। তাই আমাদের নিজেদের পরিবর্তনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোকে ঐতিহাসিক ক্ষতির দায় দিতে হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে যাতে ভবিষ্যত প্রজন্ম ক্ষতিগ্রস্থ না হয়। কুয়াকাটা এর বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার বিকল্প নেই। পৌরসভাকে এগিয়ে আসতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনায় উদ্যোগ নিতে হবে।

কুয়াকাটা পৌরসভার মেয়র জনাব মো: আনোয়ার হোসেন হাওলাদার বলেন, এই অঞ্চলের সৌন্দর্য বর্ধন করতে হবে। ২০ কিলোমিটার খালকে উদ্ধার করতে হবে। নাগরিকদের মতামত নিয়ে কিভাবে কুয়াকাটা কে সুন্দর করা যায় সে বিষয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও পরিবেশবিদ, সরকারী ও বেসরকারী, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ