সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, মে ১, ২০২৪
সংগৃহীত প্রতিবেদন | ঢাকা, ০১ মে ২০২৪ : ?তাপমাত্রা এক দিনে কমিয়ে দেয়া যায় না। আজকে গাছ লাগান বলে চিল্লাচ্ছেন। কোটি কোটি গাছ লাগালেও এর সুফল পাইতে ১৫ বছর অপেক্ষা করা লাগবে।
নিজেরাই এই শহরের ১৪ গুস্টি উদ্ধার করছেন সব গাছ কেটে বিল্ডিং উঠিয়ে বাড়িওয়ালা সেঁজে বসে আছেন।
ভূস্বামী জমিদার টাইপ একটা ভাব নিয়ে ভাড়াটিয়াদের মনে করেন আপনার অনুগ্রহতেই বেঁচে আছে।
মেয়েটা ইয়াং, এনার্জেটিক, সে নিয়োগ পেয়েছে তাপমাত্রা নিয়ে কাজ করার। সে অবশ্যই নিজের কাজ নিয়ে সিরিয়াস কিছু করার চেস্টা করবে। তাকেতো সময় দেয়া লাগবে। তাইনা?
গতবছর সে নিয়োগ পেয়েছে এই বছর সে ঢাকায় ফুরফুরে হাওয়া বইয়ে দেবে আপনাদের এমন ধারনা ছিল নাকি?
সে কি সিনেমার ফাটাকেস্টো?
কাল্কেই ঢাকাকে সে বরফ বানিয়ে দিবে?
এগুলা কি আদৌ সম্ভব?
আপনিও খুব ভালো করে জানেন সেটা পসিবল না।
পরিবেশের তাপমাত্রা নিয়ে কাজ করা একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট। হুট করে গরম পড়েছে সে বলেছে ছাতা নিয়ে বের হন, পানির বোতল রাখেন সাথে। যদি বলে থাকে ফ্যান নিয়ে বের হতে, সে ভুল কি বলেছে?
মিনি ফ্যান রাস্তায় ২০০ টাকায় সেল হয় এটা সবাই জানে এই শহরের। সেটা নিয়ে এ মেয়েটাকে ট্রল করার কি আছে?
আপনি গরমে কস্ট পাচ্ছেন, ফ্রাস্টেটেড হয়ে আছেন দেখে এই রাগ এই মেয়েটার উপর কেন ঝাড়ছেন?
অপরিকল্পিত শহর কে গড়েছে?
ধারন ক্ষমতার ১৫ গুন বেশি লোক থাকে যে শহরে,
সেই দ্বায়ভার কার?
শত বছর ধরে শহরের টাকা মেরে খেয়ে যারা শত কোটিপতি হয়ে বসে আছেন, এদের উপরে রাগ ঝাড়েন না কেন?
এক ওয়াসার এমডি যত টাকা বেতন আর সুযোগ সুবিধা নেন এবং যতদিন ধরে তিনি এমডি হয়ে বসে আছেন। সেই ফিরিস্তি দিতে পুরো একটা রচনা লেখা লাগে। তাকে নিয়ে তো কিছু বলেন না। ????????????????
আর হাজার হাজার কোটি টাকা খেয়ে লোকে দিব্বি প্রিয় অভিভাবক হয়ে বসে আছে। হেডম নাই তাদের কিছু করার!
সুতরাং যেহেতু সে একটা মেয়ে। যেহেতু তাঁর কাজ খুবই কঠিন, ফলাফল দেখাতে প্রচুর সময়ের দরকার। সুতরাং তাকে কাজ করতে দিন।
সংগৃহীত…..!!!
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি