সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মে ৬, ২০২৪
বুক রিভিউ প্রতিবেদক | ঢাকা, ০৬ মে ২০২৪ : পুঁজিতন্ত্রের প্রক্রিয়া এবং বাস্তুতন্ত্রের সংকটকে মার্কস অবিচ্ছেদ্য হিসেবে দেখেছেন। তথাকথিত পরিবেশবাদীরা পুঁজিতান্ত্রিক প্রক্রিয়ার মাঝে বাস্তুতন্ত্র ধ্বংসের কারণ দেখতে পান না। এমনকি মার্কসবাদী চিন্তাজগতেও মার্কসের ভাবনার এই দিকটি নিয়ে আলাপের নজির খুব বেশি নেই। পুঁজিতন্ত্রের ভয়ংকর বিধ্বংসী প্রক্রিয়া কেবল মানুষের ওপর মানুষের শোষণে সীমাবদ্ধ নয়। এই প্রক্রিয়া আমাদের অস্তিত্বের উৎস পৃথিবীকে ধ্বংস করার দিকে এগোয়। পৃথিবীর মাটি, পানি, বাতাস, সাগর, নদী, বন, জীব-বৈচিত্র্যসহ সবকিছুকে সে ধ্বংস করে দিতে চায়। অথচ এই উপাদানগুলো ছাড়া আমাদের অস্তিত্ব অসম্ভব। ফস্টার তাঁর কাজে বিষয়গুলোর ওপরে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আলো ফেলেছেন।”
কার্ল মার্কসকে অভিযুক্ত করা হয়, পরিবেশ সম্পর্কে তিনি খুব বেশি সচেতন ছিলেন না। অথচ মার্কসের প্রথম দিকের রচনায় প্রকৃতি ও মানুষের সম্পর্ক প্রসঙ্গে তাঁর গভীর ভাবনা ছিল। অধ্যাপক জন বেলামি ফস্টার এই বইয়ে মার্কসের বাস্তুতান্ত্রিক চিন্তার ওপরে আলো ফেলেছেন। পৃথিবীর বাস্তুতান্ত্রিক অবক্ষয়ের উৎস বুঝতে তিনি প্রাচীনকাল থেকে বর্তমানকাল পর্যন্ত মানুষের সামাজিক ও প্রাকৃতিক ইতিহাসের নিবিড় অনুসন্ধান করেছেন। প্রতিবেশগত সংকটের মূলসূত্রগুলো বুঝতে আগ্রহী পাঠকদের এই বই কাজে লাগবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি