বাংলাদেশে যুব বেকারত্ব শীর্ষক বিশেষ ওয়েবিনার ৮ জুন

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৪

বাংলাদেশে যুব বেকারত্ব শীর্ষক বিশেষ ওয়েবিনার ৮ জুন

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০২ জুন ২০২৪ : বাংলাদেশে যুব বেকারত্ব শীর্ষক বিশেষ ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।

আগামী ৮ জুন ২০২৪ শনিবার সকাল ১১টায় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের উদ্যোগে আয়োজিত এ ওয়েবিনারে মূল বক্তব্য দেবেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

আলোচনা করবেন  বিডিজবসডটকম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর, গ্লোবাল লেবার অর্গানাইজেশন (GLO)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া প্রধান ড. নিয়াজ আসাদুল্লাহ।

সমাপনী বক্তব্য
ড. মোঃ মাহমুদুল হাসান
অধ্যাপক, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া

ওয়েবিনারে ভার্চুয়ালী যুক্ত হবেন-
‘৯০-এর মহান গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

সঞ্চালনা
সাংবাদিক মনির হায়দার

সকাল ১১ টা (বাংলাদেশ সময়)
শনিবার ৮ জুন ২০২৪

জুম লিঙ্ক – https://us06web.zoom.us/j/82497011484?pwd=W9wOonASHDEItPQzJvkz2DNjaYkjR6.1

Meeting ID: 824 9701 1484
Passcode: 019647

ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের ফেসবুক পেজ থেকে লাইভ হবে।