জলবায়ু ন্যায্যতা সমাবেশের চূড়ান্ত ঘোষণাপত্র উপস্থাপন উপলক্ষে সংবাদ সম্মেলন কাল

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

জলবায়ু ন্যায্যতা সমাবেশের চূড়ান্ত ঘোষণাপত্র উপস্থাপন উপলক্ষে সংবাদ সম্মেলন কাল

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৪ : ঢাকায় জলবায়ু ন্যায্যতা সমাবেশের চূড়ান্ত ঘোষণাপত্র উপস্থাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কাল।

আগামীকাল রবিবার (১৫ সেপ্টেম্বর ২০২৪) সকাল সাড়ে ১০টায় ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সংবাদ সম্মেলনে জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৩ এর চূড়ান্ত ঘোষণাপত্র উপস্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে চূড়ান্ত ঘোষণাপত্র উপস্থাপন করবেন জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৩ আয়োজক কমিটির সদস্য সচিব শরীফ জামিল। এতে উপস্থিত থাকবেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর বেসরকারি উপদেষ্টা এমএস সিদ্দিকী।

এছাড়াও সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনসমূহের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা, এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইআরডিএ)- এর নির্বাহী পরিচালক মনির হোসেন চৌধুরী, ব্রতী সমাজকল্যাণ সংস্থার উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, গণস্বাক্ষরতা অভিযানের রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি বিভাগের উপ-পরিচালক ড. মুস্তাফিজুর রহমান, সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়ক মো. নূর আলম শেখ, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার এর চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ, গ্লোবাল ল’ থিন্কারস সোসাইটি’র প্রেসিডেন্ট রওমান স্মিতা, বারসিক এর কো-অর্ডিনেটর অ্যাগ্রো-বায়োডাইভারসিটি ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রামের সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, ইযুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান এবং 350.org এর বাংলাদেশের সমন্বয়ক আমান উল্লাহ্‌ পরাগ প্রমূখ।

উল্লেখ্য, এর আগে গত ১৭-১৮ নভেম্বর, ২০২৩ এ ১৮টি দেশি ও ৯টি বিদেশী সংস্থার যৌথ আয়োজনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে প্রায় এক হাজার একশত প্রতিনিধি এবং ১৩ জন আঞ্চলিক ও বৈশ্বিক নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রথম জলবায় ন্যায্যতা সমাবেশ- ২০২৩ ঢাকাস্থ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ- এ অনুষ্ঠিত হয়।