আত্মহত্যার পরিস্থিতি ও করণীয় শীর্ষক এআর টিভির প্রজন্ম ভাবনা সম্প্রচার ২০ সেপ্টেম্বর

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪

আত্মহত্যার পরিস্থিতি ও করণীয় শীর্ষক এআর টিভির প্রজন্ম ভাবনা সম্প্রচার  ২০ সেপ্টেম্বর

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | লন্ডন (যুক্তরাজ্য), ১৭ সেপ্টেম্বর ২০২৪ : বাংলাদেশে আত্মহত্যার পরিস্থিতি ও করণীয় শীর্ষক প্রজন্ম ভাবনা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

AR TELEVISION NETWORK ARTVN থেকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে উপরোক্ত বিষয় নিয়ে “প্রজন্ম ভাবনা” দ্বাদশ পর্ব সরাসরি প্রচারিত হবে। জয়দ্বীপ রায়ের প্রযোজনা ও জাহাংগীর নাকিরের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি আগামী ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার রাত ৯টায় সরাসরি সম্প্রচার হবে।

Manual1 Ad Code

এতে #SPYS-এর তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সাথে বিশেষজ্ঞগণ যুক্ত হবেন।

বহুবিধ সমস্যা থাকা সত্ত্বেও ত্যাগের বিনিময়ে পাওয়া স্বপ্নের মাতৃভূমি বাংলাদেশ প্রতিদিন এগিয়ে যাচ্ছে। এরপরও কিছু সমস্যা মাঝে মাঝে আমাদের উন্নয়নের গতিকে থামিয়ে দেয়। সেই সমস্যাগুলোর গভীরে গিয়ে সমাধানের উপায় বের করতেই AR TELEVISION NETWORK গুরুত্বের সাথে বেছে নিয়েছে নতুন প্রজন্মের ভাবনাকে।

নতুন প্রজন্মের এই ভাবনাগুলোর সাথে সেতুবন্ধন করতে দায়িত্বশীল প্রজন্ম একই প্ল্যাটফর্মে বিশেষজ্ঞদের সাথে গঠনমূলক আলোচনায় মিলিত হবে। বাংলাদেশের নতুন প্রজন্ম যেভাবে সমস্যাগুলোকে দেখছে এবং সেসব সমস্যা থেকে উত্তরণের উপায় নিয়ে ভাবছে, তা সারা বিশ্বের বাঙালিরা শুনবে।

Manual1 Ad Code

তাদের মতামত বিশ্লেষণ করা হবে, যাতে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা যায়। চিন্তার জগতে নতুনদের এই ভাবনাগুলো তুলে ধরার প্রয়াস থেকেই “প্রজন্ম ভাবনা”।

Manual5 Ad Code

আপনাদের সৃজনশীল পরামর্শ দিয়ে সাথে থাকুন AR TELEVISION NETWORK-এর প্রতিটি আয়োজনে।

সঞ্চালনায়: জাহাংগীর নাকির
প্রযোজক: জয়দ্বীপ রায়

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code