গল্পে গল্পে Parts of speech🌸

প্রকাশিত: ৪:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪

গল্পে গল্পে Parts of speech🌸

মুনজীরিন |

🌸
Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন। তাদের বাড়ির নাম হল Sentence ভিলা। সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে। এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে। তবে তাদের কাজকর্ম এক না।

১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা। বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা।

২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয়। Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে।

৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা। তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ।

৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া। খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া।

৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা। তাদের অবস্থা পর্যবেক্ষণ করা। মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে।

৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ।
(Noun ➕ Verb➕Pronoun, Noun➕ Noun)

৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড়। সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায়।
(Sentence ➕ Sentence)

৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে। সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।

এমন আরো পোস্ট পেতে রিকুয়েস্ট দিয়ে সাথেই থাকুন।।❤️

📢আর মাত্র কিছুক্ষণ বাকি 😍আজকেই শেষ দিন🔥 শুধু আজ রাত ১২টা পর্যন্ত😱 1250 টাকার কোর্স এখন 890 টাকায়!

📌ভর্তি হওয়ার লিংকঃ https://cutt.ly/mwzkGpIa

😲 “ঘরে বসে Spoken English Course” এখন পাচ্ছেন মাত্র 890 টাকায়। তাহলে দেরি কীসের এখুনি রেজিষ্ট্রেশন করুন উপরে দেওয়া লিংক থেকে🔥

উপরে লিংকে ডুকে ভর্তি হয়ে যান এবং লিংকে ডুকে নিশ্চিত করুন ডিসকাউন্ট আছে কিনা!! 💕