শ্রীমঙ্গলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪

শ্রীমঙ্গলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ সেপ্টেম্বর ২০২৪ : শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের নিমিত্তে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৪) দুপুর ১২টায় শ্রীমঙ্গলের শ্রীশ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ির নাট মন্দিরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুনীল বৈদ্য শচীর সভাপতিত্বে ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় এ সাধারণ সভায় সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপনসহ স্বাগত বক্তব্য দেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক শ্রীপদ দেব।

আরো বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি অজয় কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি দ্বিজেন্দ্র লাল রায় ও সম্পাদক সমীরণ সরকার, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্তী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, কাউন্সিলর চয়ন কুমার রায়, কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায় ও সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, বাংলাদেশ পুজা পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সম্পাদক সুশীল শীল, দেবাশীষ সেন গৌতম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল পূজা কমিটির সভাপতি ও সম্পাদকসহ সনাতনী ভক্তবৃন্দ।