সহজ সরল হাসিখুশি ও পরোপকারী মানুষদের দাম কম দেয়া হয়

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

সহজ সরল হাসিখুশি ও পরোপকারী মানুষদের দাম কম দেয়া হয়

সামিয়া ফারাহ্ |

আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা বিষয় আমি খেয়াল করেছি।

ধরুন আপনি খুব হেল্পফুল, প্রোএক্টিভলি আপনি আপনার আশেপাশের মানুষের সাহায্য করেন।
নিজে থেকে আগ বাড়িয়ে হাসিমুখে কথা বলেন,
আগ বাড়িয়ে বলেন, এই কাজটায় তোমার ডিফিকাল্ট হচ্ছে? আমি করে দিচ্ছি।

এবং সেই কাজগুলো করতে গিয়ে আপনি যে শ্রম দিলেন, সময় দিলেন, আপনিও হয়তো জ্যামে পরেছেন, গরমে ঘেমেছেন … কিন্তু সেইসব কিছুই আপনি শেয়ার করলেন না…..

আপনি অতি ভদ্র বা বিনয়ী বলেই হয়তো করলেন না কিন্তু কিন্তু কিন্তু
দিনশেষে আপনি সেইসব মানুষের কাছে খুব হালকা, অগুরুত্বপূর্ণ মানুষ হিসেবে চিহ্নিত হবেন।

তারা ভেবেই নিবে, আপনি বেকার ছিলেন, আপনার কোনো কাজ ছিলনা অথবা আপনি কোনো স্বার্থের কারনে গায়ে পড়ে সাহায্যটা করেছেন।

আরও ভয়ংকর ব্যাপার হলো তারা এরপর থেকে আপনাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিবে। বারবার আপনাকে সেইসব সহজ!!! কাজ করে দেয়ার জন্য অনুরোধ করবে এবং কোনো কারণে যদি আপনি ২/১ বার তা করতে ব্যর্থ হোন বা অপারগতা প্রকাশ করেন তাহলে তারা প্রচন্ড বিরক্তি প্রকাশ করবে এবং আপনি তাদের গুড বুক থেকে বাতিল হয়ে যাবেন। অতীত ভুলতে তাদের সময় লাগবে ১ সেকেন্ড।

কোনো এক অদ্ভুত কারনে আমাদের দেশে সহজ সরল হাসিখুশি এবং পরোপকারী মানুষদের দাম কম দেয়া হয়। তাদের আন্ডারএস্টিমেট করা হয়।
ব্যাপারটা দুঃখজনক।
#
সামিয়া ফারাহ্
ফ্যাশন ডিজাইনার
প্রতিষ্ঠাতা
ফারাহ্’স ওয়ার্ল্ড

এ সংক্রান্ত আরও সংবাদ