শ্রীমঙ্গলে নবাগত ইউএনও’র মতবিনিময় ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

শ্রীমঙ্গলে নবাগত ইউএনও’র মতবিনিময় ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা

মো. আফজল হোসেইন, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৪ ডিসেম্বর ২০২৪ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংবাদিক, সুশীল সমাজ, ব্যবসায়ী, অন্যান্য শ্রেণি-পেশার প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

বুধবার (৪ ডিসেম্বর ২০২৪) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, সদর ইউপি চেয়ারম্যান মো. দুধু মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও কাউন্সিলর মীর এম এ সালাম, জামায়াতের শ্রীমঙ্গল উপজেলা আমীর ইসমাইল হোসেন ও সেক্রেটারী মো. আশরাফুল ইসলাম কামরুল, সচেতন নাগরিক কমিটি’র (সনাক)-এর সভাপতি দীপেন্দ্র ভট্টাচার্য, দুর্নীতি প্রতিরোধ কমিটি’র (দুপ্রক) সভাপতি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নেছার আহমেদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া, জেলা পরিষদ সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. আব্দুর রহিম, দৈনিক সমকাল প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন মিন্টু, গণমাধ্যম কর্মী কমরেড দেওয়ান মাসুকুর রহমান, দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধি রাধা কান্ত দাশ, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. আব্দুস শুকুর, রেলওয়ে থানার এসআই আশিকুর রহমান, টুরিস্ট পুলিশের এসআই পলাশ, কালাপুর ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মো. মিছলু আহমেদ চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেনারী হাসপাতালের ডা. আবিদা ইয়াসমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী দিপক চন্দ্র মন্ডল, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস) সৌরভ পাল, দুপ্রক-এর সাধারণ সম্পাদক আব্দুর রউফ, উপজেলা কৃষি অফিসার মো. আলাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।

এসময় তিন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখ থেকে শ্রীমঙ্গল পৌরসভার দুর্গন্ধময় ময়লার ভাগাড় অন্যত্র স্থানান্তর, এর স্থায়ী নিরসনের জন্য রিসাইক্লিং প্রকল্প গ্রহণ, শহরে পার্কিং জোন, বিসিক শিল্প নগরীতে সহজ শর্তে বরাদ্দ, অটোরিকশা নিয়ন্ত্রণ ও লাইসেন্স প্রদানসহ শ্রীমঙ্গলের নানা সমস্যার কথা তুলে ধরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “পর্যটন শহর শ্রীমঙ্গলের দীর্ঘদিনের সমস্যা হলো কলেজ সড়কের পাশে অবস্থিত পৌরসভার ময়লার ভাগার। এই ভাগাড়ের উৎকট দুর্গন্ধের কারণে ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। ময়লার ভাগাড়টির পাশেই ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। ময়লার অসহনীয় গন্ধ ভাগাড় ছাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছার কারণে দুর্গন্ধে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য এর অপসরণ জরুরী। এছাড়াও এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষার প্রয়োজনে বিকল্প হিসেবে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার রিসাইক্লিং প্রকল্প গ্রহণ করার জন্য সরকারের কাছে জোর দাবী করছি।

দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মো. শফিকুল ইসলাম রুম্মন নানা সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে শহরের যানজট নিরসন, শহরের ভিতর থেকে বাস কাউন্টার সরানোর ব্যবস্থা করা, রেলওয়ে ফুটবল মাঠ দখলমুক্ত করা, শ্রীমঙ্গল সরকারি কলেজসহ তিন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় সড়ানো, যেহেতু পর্যটন নগরী শ্রীমঙ্গলে পর্যটকদের জন্য পর্যটন ইনফরমেশন সেন্টার করা, গণশৌচাগার করা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে লোকাল বাসের স্ট্যান্ড সরানো ও থানার সামনে থেকে সিএনজি চালিত অটোরিক্সার স্ট্যান্ড সরানো। পর্যটকদের জন্য ভাড়ার তালিকা প্রকাশ করা। যাতে পর্যটকরা শ্রীমঙ্গলে এসে হয়রানীর শিকার না হয় সেদিকে লক্ষ রাখা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, শ্রীমঙ্গলের শ্রী বৃদ্ধিতে আমার পক্ষ থেকে যা যা করা দরকার তা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিবো। তবে আপনাদের সকলের সহযোগিতা পেলে অবশ্যই পারবো কিন্তু সময় লাগবে। আর ময়লার ভাগাড় সড়ানোর জন্য সরকারি যে জায়গা ক্রয় করা হয়েছে। তা নিয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট দাখিল করা রয়েছে। তবে ময়লা সনাতন পদ্ধতিতে কীভাবে রিফাইন করা যায় সে ব্যবস্থা করবো। নবাগত ইউএনও বলেন, আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। এতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।।

বিসিএস ৩৬ ব্যাচের কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন শ্রীমঙ্গল উপজেলায় ইউএনও হিসেবে গত ২৮ নভেম্বর যোগদান করেন। তাঁর বাড়ি সিলেট জেলায়। তিনি এর আগে সিলেট বিভাগীয় কমিশনারের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ