সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৩ ডিসেম্বর ২০২৪ : বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় অংকের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা ব্যবসায়ী প্রতিনিধি দল।
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে চীনের একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র সাথে বৈঠককালে বিনিয়োগের এ আগ্রহ প্রকাশ করেন।
বিডার সম্মেলন কক্ষে গতকাল রবিবার (২২ ডিসেম্বর ২০২৪) বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এলওএনজিআই গ্রিণ এনার্জী টেকনোলজী কোম্পানি লি., টিওএনজিডব্লিউইআই কোম্পানি লি. এবং ইউনান শো-এর মতো চীনের শীর্ষস্থানীয় নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল তাদের উন্নত প্রযুক্তি এবং সফল আন্তর্জাতিক প্রকল্পগুলো উপস্থাপন করেন। তারা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি বিশেষত সৌরশক্তি খাতে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী চীনা বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কর অবকাশ, শুল্কমুক্ত পণ্য আমদানি এবং দক্ষ শ্রমশক্তি প্রদানের মতো বিভিন্ন সুবিধা দিচ্ছে। বিডা ও বেজা দেশি -বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ সহায়তা দিতে সর্বদা প্রস্তুত আছে। যার সুবাদে বাংলাদেশ হয়ে উঠেছে আদর্শ বিনিয়োগের নিরাপদ গন্তব্যে।
এ সময়ে বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের অনন্য সম্ভাবনা তুলে ধরেন। তিনি স্থানীয় বাজারের ক্রমবর্ধমান চাহিদা, উৎপাদনের সুবিধা এবং বিনিয়োগের উচ্চ মুনাফার সুযোগ নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, দেশের শিল্প কারখানাগুলোতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর জন্য সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে ছাদ সৌরশক্তি ব্যবস্থা অন্যতম।
বৈঠকে চীনা প্রতিনিধি দলের সদস্য ওয়াং ফেং বলেন, ‘আমরা বাংলাদেশের জ্বালানি খাতের বাজার চাহিদা, বিনিয়োগ নীতি এবং সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে গভীরভাবে জানতে আগ্রহী। চীন ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা এবং ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত।’
বৈঠক শেষে আয়োজিত নেটওয়ার্কিং সেশনে স্থানীয় সৌরশক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক, আইন সংস্থা এবং আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি