কালীগঞ্জে বাম নেতা কমরেড আব্দুস সালামের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

কালীগঞ্জে বাম নেতা কমরেড আব্দুস সালামের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন

রেজাউল ইসলাম, বিশেষ প্রতিনিধি | কালীগঞ্জ (ঝিনাইদহ), ২৬ ডিসেম্বর ২০২৪ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা, মওলানা ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বিশিষ্ট বাম নেতা খ্যাত কমরেড আ: সালামের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

তাঁর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মওলানা ভাসানী অনুসারি পরিষদ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। এসব কর্মসূচীর মধ্যে ছিল মরহুম নেতার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও স্মরণসভা।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) সকাল ১১টায় ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে মরহুম নেতার গ্রামের বাড়ী কালীগঞ্জ উপজেলার বলরামপুরে এক স্মরণসভার আয়োজন করা হয়।

পরিষদের ঝিনাইদহ জেলা আহবায়ক কমরেড মনিরুল হকের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রেজাউল ইসলাম, জেলা নেতা ও জাতীয় কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক ডা: আবদুল কুদ্দুস , জেলা যুব মৈত্রীর সভাপতি সহকারী অধ্যাপক বিপ্লব বিঞ্চু , ভাসানী অনুসারী পরিষদের উপজেলা নেতা গোলাম মোস্তফা, গণ অধিকার পরিষদের উপজেলা সাংগঠনিক সম্পাদক ইকবাল মন্ডল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতা মোজাম্মেল হক, জৈব কৃষি নেতা হেলাল উদ্দিন, প্রভাষক অমলেন্দু দে, নজরুল ইসলাম, আশ্রাফুল ইসলাম প্রমুখ।

স্মরণসভা পরিচালনা করেন মরহুম নেতার ছোটপুত্র গণ অধিকার পরিষদের (জিওপি) জেলা সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।

বক্তাগণ আন্দোলন- সংগ্রামে মরহুম নেতা কমরেড আ: সালামের জীবন-সংগ্রাম অনুসরনের উপর গুরুত্ব দেন। সভার শুরুতে মরহুম নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কর্মসূচীর শুরুতে মরহুম নেতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মরহুম নেতার পরিবারবর্গ, মওলানা ভাসানী অনুসারী পরিষদ, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা এবং জেলা শাখার নেতৃবৃন্দ।

মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মরহুম নেতার বড় ভাই আ: হাকিম মন্ডল।