ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম বন্ধের নির্দেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম বন্ধের নির্দেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

পারভেজ হাসান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ ডিসেম্বর ২০২৪ : বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম বন্ধের নির্দেশে লক্ষ লক্ষ পাঠক হতাশ ও বিক্ষুব্ধ। আমি এ কার্যক্রমের সদস্য হিসেবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আব্দুল্লাহ আবু সাঈদ বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি। তিনি তাঁর কর্মের মাধ্যমে লাখো লাখো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। অনেক চড়াই উতরাই পেরিয়ে তাঁর হাত ধরেই গড়ে উঠেছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্যতম একটি কাজ হচ্ছে পাঠক সমাজ তৈরি করা, পাঠককে বই পড়তে উৎসাহিত করা। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্কুল-কলেজের সামনে ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে ছাত্রছাত্রীদেরকে বই পড়তে উদ্বুদ্ধ করা হয়। এতে অনেক নিয়মিত পাঠক তৈরি হয়েছে এটা নিঃসন্দেহে বলতে পারেন এবং বেশ প্রশংসাও কুড়িয়েছে। এই কাজের জন্য পর্যাপ্ত লোকবল প্রয়োজন এবং নিয়োগ দেওয়া হয়েছে। এতে অনেক বেকারত্ব কমেছে।

হঠাৎ করেই বিশ্বসাহিত্য কেন্দ্র এই কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে এবং ভ্রাম্যমাণ গাড়িগুলো ৩১ ডিসেম্বরের আগে ঢাকায় জমা দেওয়ার আদেশ দিয়েছে। এতে একদিকে দিশেহারা হয়ে পড়েছেন কর্মরত লোকজন এবং পাঠক মহলে হতাশার চাপ!

এতোদিন যারা সহজেই হাতের কাছে বই পেয়ে যেতো, বই পিপাসুদের ক্ষুধা নিবারণ হতো, তাদের কি হবে?

পাঠকদের সাথে কোন ধরনের পরামর্শ ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অসংখ্য পাঠক, স্বেচ্ছাসেবক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী মহল মেনে নিতে পারেননি। তাই তারা উক্ত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু রাখার দাবি জানিয়েছেন।