সিলেট ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪
গ্রন্থ রিভিউ বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৪ : জয়িতা দাসের “লিঙ্গসূত্র” : প্রাচীন ভারতের যৌনতা ও লিঙ্গ-রাজনীতির গোড়ার কথা তুলে ধরা হয়েছে বিবৃত হয়েছে গ্রন্থটিতে।
নামেই মালুম, লিঙ্গ রাজনীতি বইটির বিষয়। দ্বিতীয় লিঙ্গের চলার-দেখার জগৎ- তাঁদের ভূগোল, তাঁদের যৌন আকাঙ্ক্ষার দমন ও নিয়ন্ত্রণ কীভাবে স্ত্রীলিঙ্গ নির্মাণ প্রক্রিয়াকে সুনির্দিষ্ট রূপ দিয়েছিল, এই বইয়ে রয়েছে এর যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা। লিঙ্গ নির্মিতির প্রথম ধাপে কেন উত্তরাধিকারীর পিতৃ পরিচয় গুরুত্ব পেল, কীভাবে দ্বিতীয় লিঙ্গের স্বতন্ত্র অস্তিত্ব খর্ব করার জন্য ব্যবহৃত হল শাস্ত্র-সাহিত্য এবং এর ব্যবহার দ্বারা কীভাবে মেয়েদের শরীর-মন, এমনকি গর্ভকেও নিয়ন্ত্রণ করা গেল- বইটিতে লেখক লিঙ্গ-রাজনীতির সেই কূট প্রক্রিয়াকে বোঝার, ব্যাখ্যার চেষ্টা করেছেন। আলোচিত হয়েছে অবরোধ প্রথা, পর্দাসংস্কৃতি চালু হওয়ার কারণও। এসেছে পৃথিবীর ইতিহাসের প্রথম নারীবাদী বয়ান ‘থেরীগাথা’র প্রসঙ্গ। বাদ পড়েনি বৌদ্ধযুগের মেয়েদের বিদ্রোহ এবং সমঝোতার ইতিহাসও। যার ভিত্তি প্রাচীন সংস্কৃত ও প্রাকৃত সূত্র, সাহিত্য এবং পুরাণ-আখ্যান।
লিঙ্গসূত্র : প্রাচীন ভারতের যৌনতা ও লিঙ্গ-রাজনীতির গোড়ার কথা
জয়িতা দাস
৳ ১৫২০
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D