নাসিমা আক্তার নিসা’র গ্রন্থ “নারী উদ্যোক্তার পথচলা”

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

নাসিমা আক্তার নিসা’র গ্রন্থ “নারী উদ্যোক্তার পথচলা”

বুক রিভিউ বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ০৩ জানুয়ারি ২০২৪ : নারী উদ্যোক্তার পথচলাকে আরো গতিশীল করার লক্ষ্যে উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা এর দীর্ঘ পথচলা, অভিজ্ঞতা ও বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে বলা কথাগুলোকে একত্র করে আপনাদের জন্য এই বই “নারী উদ্যোক্তার পথচলা”।

নারী উদ্যোক্তার এগিয়ে চলায় বইটি পরামর্শ বা দিক নির্দেশনায় কাজে লাগবে। এবং এর সাথে সংযুক্ত আছে সাহসী কিছু নারীর জীবনের গল্প।

এছাড়াও আরেকটি বই আসবে নাসিমা আক্তার নিশা এর এবারের বইমেলায়। দুইটি বই আপনাদের / উদ্যোক্তাদের জন্য পথচলায় সহজ করবে আশা করছি।

কেউ প্রি অর্ডার করতে চাইলে নিচের লিংকে যেতে পারেন।

https://www.rokomari.com/book/276489/nari-uddoktar-pathchola

https://boiferry.com/book/nari-uddoktar-pathchola

এ সংক্রান্ত আরও সংবাদ