শহীদ রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি’র ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

শহীদ রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি’র ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ জানুয়ারি ২০২৫ : বাংলাদেশ ছাত্রমৈত্রী নেতা ও বীর শহীদ রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি’র ১৫তম মৃত্যুবার্ষিকী আজ।

২০০৯ সালের অক্টোবরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে ছাত্রমৈত্রী আন্দোলন গড়ে তোলায় তৎকালীন পলিটেকনিক শাখা ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের রোষানলে পড়ে ঐ সময়কার ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ। সেই জের ধরে দীর্ঘদিন ছাত্রমৈত্রীর গতিবিধি অনুসরণ করে পরিকল্পিতভাবে ২০১০ সালের ৭ জানুয়ারি ছাত্রমৈত্রীর নেতৃত্বের উপরে সশস্ত্র হামলা চালায় ছাত্র শিবিরের অনুপ্রবেশকারী নিজাম-তুষার গং নেতৃত্বাধীন ছাত্রলীগের সন্ত্রাসীরা। ধারালো হাসুয়ার আঘাতে রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি’র মগজ বেরিয়ে আসে৷ পরে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একই হামলায় গুরুতর আহত হয়ে প্রায় দীর্ঘ ৬-৭ মাস স্মৃতিশক্তি বঞ্চিত থাকেন শেরাফাত আলী বুলবুল। উন্নত চিকিৎসার পর বর্তমানে সে সুস্থ জীবনযাপন করলেও মানসিক সেই ট্রমা থেকে আজও বের হতে পারেনি।

সানি’র জীবনোৎসর্গের উপর ভর করেই ঐসময় কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিকগুলোতে তথাকথিত দলীয় কোটার অন্তরালে চলা ভর্তি বাণিজ্য বন্ধের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় নড়েচড়ে বসে। আন্দোলন চরম রূপ নিলে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়াকে অনলাইনভিত্তিক করার সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে সেই ধারাবাহিকতায় তারা মন্ত্রণালয় ধীরে ধীরে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই ভর্তির এই নিয়ম চালু করে। কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত পলিটেকনিকগুলোসহ দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ মেধাক্রম অনুসারে পড়ার যে অবাধ সুযোগ পাচ্ছে তার ভিত্তিপ্রস্তর রচিত হয়েছিল। সানি’র আত্মত্যাগ বৃথা যায়নি। যেতে পারে না।
কিন্তু সেই সানি হত্যা মামলার বিচারিক রায় হলেও তা কার্যকরের ব্যাপারে উদাসীনতা আমাদের হতাশ করে।

শহীদ সানি লাল সালাম।

বাংলাদেশ ছাত্রমৈত্রী নেতা ও বীর শহীদ রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি’র ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ‘৯০-এর মহান গণ-অভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ