মৌলভীবাজারে তারুণ্যের উৎসব ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

মৌলভীবাজারে তারুণ্যের উৎসব ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৮ জানুয়ারি ২০২৫ : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (৮ জানুয়ারি ২০২৫) সকালে এ উপলক্ষে পৌর শহরসহ সদর উপজেলা পরিষদ চত্ত্বর পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. তাজ উদ্দীন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামানসহ গণমাধ্যম কর্মী ও বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

দিনব্যাপী চলা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ