নবীন লেখকদের প্রবন্ধসহ যাবতীয় সৃজনশীল বই প্রকাশের জন্য পাণ্ডুলিপি আহ্বান

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫

নবীন লেখকদের প্রবন্ধসহ যাবতীয় সৃজনশীল বই প্রকাশের জন্য পাণ্ডুলিপি আহ্বান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ জানুয়ারি ২০২৫ : অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে পাণ্ডুলিপি আহ্বান চলছে …।

নবীন লেখক-লেখিকাদের গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধসহ যাবতীয় সৃজনশীল বই প্রকাশ করতে যোগাযোগ করুন।

বই প্রকাশের নীতিমালা:

নব সাহিত্য প্রকাশনীর সাথে বই প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া বা চুক্তি করার পর, যে সকল স্টেপ/ধাপ অনুসরণ করতে হবে তা নিম্নে দেওয়া হলো।

১) লেখা/পাণ্ডুলিপি কী ভাবে পাঠাবো?

* লেখা যদি সফটকপি হয় অর্থাৎ মোবাইল বা কম্পিউটারে টাইপ করা হয় তাহলে, প্রকাশনীর ইনবক্সে অথবা ই-মেইলে দিতে পারবেন।
আর যদি হার্ডকপি অর্থাৎ ডাইরি বা খাতায় লেখা থাকে, তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন।

২) প্রচ্ছদ বা বইটির কভার কবে পাব?

* চুক্তির পরই কভার/প্রচ্ছদ দেওয়া হবে অনলাইন মাধ্যমে প্রচার করতে পারবেন।

৩) ভুল/ত্রুটি কী-ভাবে দেখব এবং ধাপটি কেমন হবে?

* পাণ্ডুলিপি/লেখা নিয়ে সংশোধন করে, বই আকারে PDF ফাইল দেওয়া হবে। PDF টি মোবাইলে বা কম্পিউটারে Open করে দেখতে পারবেন এবং কোন প্রকার ভুল থাকলে জানাবেন। আমরা PDF টি পুনরায় সংশোধন করে পাঠাবো।

৪) যে ভুল গুলি আমার (লেখক) পক্ষে ধরা সম্ভব নয় সেগুলি কী-ভাবে দেখবেন?

**আপনার পক্ষ থেকে দেওয়া ভুল-ত্রুটি সংশোধন হওয়ার পর, ফাইলটি অভিজ্ঞ প্রুভ রিডার কে দিয়ে প্রুভ রিড বা সংশোধন করার পর, ফাইনাল একটি PDF দেওয়া হবে এবং সব ঠিক থাকলে, আপনার অনুমতি সাপেক্ষে বইটির ছাপার কাজ শুরু হবে।

৫) ছাপার অনুমতি দেওয়ার পর, বইটি প্রস্তুত বা সম্পূর্ণ রেডি হতে কত দিন সময় লাগবে?

**– ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে বইটি রেডি হয়ে যাবে।

📚৬) বইগুলি কী-ভাবে নিবো বা দিবেন?

*–বই প্রকাশ হওয়ার পর বাংলাবাজার অফিসে এসে সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই নিতে পারবেন।

৭) কোন মাধ্যমে বই বিক্রয় এবং পরিবেশন করা হবে?

*– অমর একুশে গ্রন্থমেলায় আমাদের স্টলে বইটি বিক্রয় ও পরিবেশন করা হবে এবং বাংলাবাজার আমাদের শপেও বইটি পাওয়া যাবে।
এছাড়াও রকমারি.কম সহ বিভিন্ন অনলাইন শপ থেকে বইটি অর্ডার করা যাবে।

৮) বিক্রিত বইয়ের টাকা লেখক কখন এবং কত টাকা পাবেন-

**অমর একুশে গ্রন্থমেলা’র স্টলে নির্দিষ্ট সংখ্যক বই থাকবে যা মেলার পর বিক্রি হিসেব করে বিক্রিত বইয়ের ৭০% টাকা লেখক পাবেন
এবং অবশ্যই তা মেলার ১৫দিন পর অবশিষ্ট বই সমেত বুঝে নেবেন।

৯) ক্রয়ের জন্য পাঠক বইটি কোথায় পাবে?

**-সারা বছর বইটি আমাদের বাংলাবাজার শপ সহ বিভিন্ন অনলাইন শপ থেকে পাঠক ক্রয় করতে পারবেন।
লেখক ও প্রকাশনা প্রতিষ্ঠান উভয়কেই বইয়ের প্রচার করতে হবে।

১০) কত ফর্মা এবং কত কপি বই করবেন তার উপর ভিত্তি করে খরচ বহন করতে হবে।
#

মাইবম সাধন
তিউড়ি প্রকাশন
ঢাকা
01716-599589
01714-242698
E-mail : syedzaman.62@gmail.com
maibamsadhan@gmail.com

এ সংক্রান্ত আরও সংবাদ