সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
বিশেষ প্রতিবেদক | ঢাকা, ২২ জানুয়ারী ২০২৫ : শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেছেন, বৈষম্যহীন ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে শ্রম আইনকে যুগোপযোগী করার জন্য শ্রম সংস্কার কমিশন কাজ করছে। গণমাধ্যম কর্মীরা যাতে তাদের ন্যায্য অধিকার ও যথাযথ মর্যাদা পায় সেই লক্ষ্যে সবার মতামতের ভিত্তিতে সুপারিশ করা হবে। আজ বুধবার (২২ জানুয়ারি ২০২৫) শ্রম ভবনে দেশের গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় কমিশনের সদস্য রাজেকুজ্জামান রতন, সাকিল আখতার চৌধুরী ও তাসলিমা আখতার উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ওয়েজবোর্ড চালু, গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা নিশ্চিত করা, সাংবাদিক ইউনিয়নের ঐক্য প্রতিষ্ঠাসহ বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়। সভায় বায়লাদেশ সংবাদ সংস্থার প্রধান প্রতিবেদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, লেবার রাইটিস জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মাহি, সংবাদ উপস্থাপক নুজহাত আফরীন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক মুনিরা মুন্নিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা তাদের সমস্যা ও করণীয় বিষয় মতামত ব্যক্ত করেন।
সাংবাদিকদের জন্য পেনশন সুবিধা, রেশনিং ব্যবস্থা, ইনস্যুরেন্স সুবিধা ও সাংবাদিক সুরক্ষা আইনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিক নেতৃবৃন্দ সকল গণমাধ্যমের জন্য বেতন কাঠামো গঠনে আইনী ব্যবস্থা কার্যকরের পক্ষে মত দেন।
শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, গণমাধ্যম কর্মীদের শোভন কাজ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় লক্ষ্যে জাতীয় মর্যাদাপূর্ণ মজুরি কাঠামো গঠন, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শোভন ও মর্যদাপূর্ণ কর্মসংস্থান, কাজের নিরাপত্তা, নিরাপদ কর্মপরিবেশ, সর্বজনীন সামাজিক নিরাপত্তা, সংগঠিত হওয়া ও দরকষাকষির অধিকার, অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার, দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন গঠন ও ন্যায্য অংশিদারীত্ব নিশ্চিত করার লক্ষ্যে কমিশন সুপারিশ প্রণয়ণ করবে।
কমিশনের প্রধান আরো বলেন, শ্রম ও শিল্প সম্পর্ক উন্নয়নে শ্রম সংস্কার কমিশন সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের মতামত গ্রহণে সকল মহলের পরামর্শ ও সহযোগিতা নেয়া হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D