সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫
রবীন্দ্রনাথ তাঁর ‘ভারতবর্ষের ইতিহাস’ প্রবন্ধের শুরুতেই লিখেছেন – ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই, তাহা ভারতবর্ষের নিশীতকালের একটা দু:স্বপ্ন কাহিনীমাত্র। কোথা হইতে কাহারা আসিল, কাটাকাটি মারামারি পড়িয়া গেল, বাপে-ছেলেয় ভাইয়ে-ভাইয়ে সিংহাসন লইয়া টানাটানি চলিতে লাগিল, এক দল যদি বা যায় কোথা হইতে আর এক- দল উঠিয়া পড়ে- পাঠান, মোগল, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ সকলে মিলিয়া এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করিয়া তুলিয়াছে। কিন্তু এই রক্তবর্ণে রঞ্জিত পরিবর্তমান স্বপ্নদৃশ্যপটের দ্বারা ভারতবর্ষকে আচ্ছন্ন করিয়া দেখিলে যথার্থ ভারতবর্ষকে দেখা হয় না।ভারতবাসী কোথায়, এসকল ইতিহাস তাহার কোন উত্তর দেয় না। যেন ভারতবাসী নাই, কেবল যাহারা কাটাকাটি খুনাখুনি করিয়াছে তাহারাই আছে।’
যথার্থই বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যারা ইতিহাস পড়ি,পড়াই এবং লেখালেখি করি; কবি- লেখক-সাহিত্যিক- গবেষক তাদের আমরা প্রায় সবাই রবীন্দ্রনাথ বর্ণিত ওই স্বপ্নদৃশ্যপটে আচ্ছন্ন। একারণেই অবিভক্ত বঙ্গদেশের বহুমাত্রিক গৌরবময় ইতিহাস অন্ধকারে ডুবে গেছে। আস্তরণে ঢাকা পড়েছে ঐতিহাসিক হেরিটেজ ‘ইটাকুমারীর” ইতিহাস।বিলুপ্তপ্রায় ইতিহাসের কালের সাক্ষী ইটাকুমারীর প্রত্নরূপ “শিবচন্দ্র রায়ের রাজবাড়ি।”
রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী গ্রাম।সব মিলে ইটাকুমারী খুব সাধারণ এক গ্রাম। তবে ইটাকুমারীর অসাধারণত্ব অন্যখানে। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ জনপদ ছিল এককালের ফতেপুর চাকলার ইটাকুমারী। তৎকালিন অবিভক্ত বঙ্গদেশে ‘দ্বিতীয় নবদ্বীপ হিসেবে’ ইটাকুমারীর খ্যাতি ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের নানাপ্রান্তে। ইটাকুমারীর পল্লীতে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের বহু অধ্যাপক ও শিক্ষার্থীরা এখানে অধ্যাপনা, পড়ালেখার কাজে যুক্ত ছিলেন। ভারতবর্ষের প্রখ্যাত পন্ডিত, সংগঠক, লেখক গবেষক যাদবেশ্বর তর্করত্ন ছিলেন ইটাকুমারীর সন্তান।
যাদবেশ্বর তর্করত্ন রংপুরে স্থাপিত (রংপুর জেলা স্কুলে) কলেজের অধ্যাপকের পেশায় যুক্ত ছিলেন। কিছুদিন পর কলেজটি বন্ধ হলে রংপুরে শ্রীকৃষ্ণধন ঘোষ কর্তৃক প্রতিষ্ঠিত চতুষ্পঠীতে তিনি অধ্যাপনা শুরু করেন।যাদবেশ্বর তর্করত্নের ছিল অসীম সাংগঠনিক দক্ষতা।
তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের রংপুর শাখার স্থপতি এবং সেই শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
চলবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D