ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ মে ২০২৫ : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহত হয়েছেন।

Manual7 Ad Code

এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮), মো.পলাশ সরদার (৩০)। তাঁদের রাজাবাজার ও গ্রীনরোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

বিষয়টি আজ বুধবার সকালে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর। তিনি বলেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

‎এর আগে মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) গুরুতর আহত হন। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহতসোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত ‎সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। এই হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন তিনি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code