সিলেট ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ মে ২০২৫ : ভূমির অধিকারের দাবিতে শ্রীমঙ্গলে সমাবেশ ও প্রথম জাতীয় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে চা শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটি।
চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটি চা-শ্রমিকের অধিকার আদায়ে নিরবচ্ছিন্ন লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। লড়াইয়ের অংশ হিসেবে ২৯ জুন ২০২৫ সংগঠনের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন উপলক্ষে চা-শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সংগঠনের নতুন নাম, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র গ্রহণ করা হবে।
প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান সবুজ তাঁতি ও সদস্য সচিব কৃষ্ণদাস অলমিক আমন্ত্রণ জানিয়ে বলেন, সম্মেলনে আপনার/আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতা চা-শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইকে বেগবান করবে।
ভূমির অধিকারের দাবিতে চা শ্রমিক সমাবেশ ও প্রথম জাতীয় সম্মেলন সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন –
সবুজ তাঁতি
চেয়ারম্যান
কৃষ্ণদাস অলমিক
সদস্য সচিব
প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদ
01770591452
01736217253
teaworkerstuc@gmail.com
চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র
#১ম_জাতীয়_সম্মেলন
#চা_শ্রমিক_ট্রেড_ইউনিয়ন_কেন্দ্র
#চা_শ্রমিক_সমাবেশ
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D