ফিরে আসছে “শিকড়”—বাঁশখালী এক্সপ্রেসের শিল্প-সাহিত্য ম্যাগাজিন

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২৫

ফিরে আসছে “শিকড়”—বাঁশখালী এক্সপ্রেসের শিল্প-সাহিত্য ম্যাগাজিন

Manual7 Ad Code

শিল্প-সাহিত্য বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ০৩ জুন ২০২৫ : প্রিয় পাঠক ও শিল্প-সাহিত্যপ্রেমী বন্ধুরা,

Manual6 Ad Code

বহু প্রতীক্ষার পর আবারও প্রাণ ফিরে পাচ্ছে আপনাদের প্রিয় সাহিত্য-শিল্প আয়োজন “শিকড়”। ??
বাঁশখালী এক্সপ্রেস বিশ্বাস করে, আমাদের সমাজের মূল প্রাণশক্তি লুকিয়ে আছে আমাদের মাটি, মানুষ ও সংস্কৃতির গভীরে। সেই গভীরতার সন্ধানেই আমাদের এই উদ্যোগ — “শিকড়”

Manual4 Ad Code

?️ প্রতিদিন নয়, প্রতি সপ্তাহে একদিন — প্রতি শনিবার নিয়মিত আসবে “শিকড়”-এর নতুন সংখ্যা।

? ছড়া, কবিতা, ছোটগল্প, ফিচার, প্রবন্ধ, জীবনের রঙিন কিংবা বিষণ্ণ গল্প—সবকিছু নিয়েই ফিরছে এই চিরচেনা আয়োজন। এই আয়োজন নতুনদের জন্য খোলা মঞ্চ,
আর অভিজ্ঞদের জন্য আটপৌরে কাহন।

“শিকড়” আমাদের নিজস্ব সত্তার, নিজের ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই দেরি না করে লিখুন, পাঠান এবং যুক্ত হোন আমাদের শিল্প-সাহিত্য চর্চার এই মিলনমেলায়।

লেখা পাঠানোর ঠিকানা ও নিয়ম:
? shikormag@gmail.com
? লেখা হতে হবে নিজস্ব মৌলিক সৃষ্টি।
? লেখার সাথে আপনার একটি অফিশিয়াল ছবি, নাম, ঠিকানা ও যোগাযোগের মাধ্যম (ফোন/ইমেইল) যুক্ত করুন।

শিকড় ফেসবুক গ্রুপ ⤵️
https://www.facebook.com/share/g/1VdEwPv4Sy/

Manual7 Ad Code

(গ্রুপে যুক্ত হয়ে নিজের নাম ও সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে ; নিজের একটি লেখা পোস্ট করুন।)

সম্পাদক
শিকড়

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code