ভালবাসা নাকি রিটায়ার হয়ে যাচ্ছে

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৫

ভালবাসা নাকি রিটায়ার হয়ে যাচ্ছে

Manual5 Ad Code

সঙ্গীতা |

হঠাৎ একদিন “ভালবাসা” এসে আমায় বলল,
“সে” নাকি রিটায়ার হয়ে যাচ্ছে।।
আমি তো অবাক!!

Manual2 Ad Code

ভালবাসা রিটায়ার হয়ে গেলে আমার মত মানুষেরা বাঁচবে কি নিয়ে??
যারা ভালবাসাহীন থাকতেই পারে না।।

আমি দৌড়ে গেলাম “বিশ্বাসের” কাছে, গিয়ে বললাম, জানো! ভালবাসা রিটায়ার হয়ে যাচ্ছে …..

“বিশ্বাস” শুনে বলল, আমারও ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে।।

Manual6 Ad Code

আমি হতভম্ব! আমি তাই শুনে এবার গেলাম, “মনের” কাছে,

“মন” বলল, তার নাকি লাইফ টাইম অফার শেষ।।

আমি তখন রূদ্ধশ্বাসে “স্বপ্নের” কাছে গেলাম,

“স্বপ্ন” বলল, এখন আর আমাকে কেউ দেখেইনা,
সবাই নিজের নিজের আমিত্বকেই বড় করে দেখে।

Manual4 Ad Code

আমি তো নির্বাক, মূক, মৌন হয়ে গেলাম।।
একি! সবাই তো একে একে চলে যাচ্ছে, তবে কি হবে আমাদের মত মানুষদের??
মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারেনা,
তেমন ভালবাসাহীন আমাদের মত মানুষেরা কিভাবে থাকবে??
এই ভেবে হতাশ হয়ে মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটছিলাম।।

হঠাৎ দেখি, কার স্পর্শ আমার হাতে!

মুখ তুলে দেখি, “আশা” – মিটিমিটি স্মিত হাসি হাসছে আমার দিকে চেয়ে ….

হেসে “আশা” বলছে, যতক্ষন আমি আছি, তোমার সাথে, তোমার কোনো চিন্তা নেই।।

আমি বললাম, জানো আশা !

ভালবাসা, বিশ্বাস, স্বপ্ন, মন সবাই একে একে হারিয়ে যাচ্ছে, দুরে সরে যাচ্ছে ……

Manual6 Ad Code

তখন সপ্রতিভ ভঙ্গিতে “আশা” বলল,

“আমি থাকলে সব থাকবে।।
তোমার মধ্যে আমাকে গভীরভাবে গেঁথে নাও, দেখবে ভালবাসা, বিশ্বাস, স্বপ্ন, মন সব একে একে তোমার কাছে ফিরে আসবে।।”

তুমি শুধু আমাকে ছেড়োনা।।

আমি তখন আনন্দে আপ্লুত হয়ে “আশা”কে দৃঢ়ভাবে নিজের বুকে টেনে নিলাম।।
আর বললাম, “আশা” যে কোনো পরিস্হিতিতে,
যে কোনো মানসিকতায় থাকিনা কেন, “তোমাকে” ছাড়বনা।।

আশা তখন আমার হাত শক্ত করে ধরে চলতে থাকল।।

আর আমিও “আশা”কে নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম।
#
সংগৃহীত

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code