শুভ জন্মদিন শিপুদি! আরো আলোকোজ্জ্বল হোক

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৫

শুভ জন্মদিন শিপুদি! আরো আলোকোজ্জ্বল হোক

Manual7 Ad Code

দেলোয়ার হোসেন ডালিম |

২০০৮ সালের নভেম্বরে ভ্রাম্যমাণ লাইব্রেরি দিনাজপুরে বদলি হলো। প্রতি বুধবার যেতাম ঠাকুরগাঁও। ফেরার পথে বেশ রাত হতো। নভেম্বরের রাত সাড়ে আটটা মানে অনেক রাতই। সেই রাতে গাড়ি নিয়ে দাঁড়াতাম বীরগঞ্জ পাবলিক লাইব্রেরির সামনে। কেউ না এলেও অন্ধকারে গুটি গুটি পায়ে ঠিকই বই নিতে আসতেন একজন, প্রতি বুধবার।
সেই থেকে পরিচয়। তারপর ২০১৩/১৪ পর্যন্ত মাঝে মাঝেই দেখা হতো। তারপর দীর্ঘ আট বছর আর দেখা নেই। তাই বলে সম্পর্কে ভাটা পড়েনি কখনো। যোগাযোগ আছে প্রাণবন্ত, জীবন্ত। ভ্রাম্যমাণ লাইব্রেরিতে কর্মকালের অল্প যে ক’জন ‘অসম্ভব রকমের পড়ুয়া’ মানুষের কথা সারাজীবন মনে থাকবে শিপু সাহা তাঁদের মাঝে অন্যতম।

Manual4 Ad Code

শুভ জন্মদিন শিপুদি’!! আরো আলোকোজ্জ্বল হোক আগামী।

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code