দারুণ কো-ইনসিডেন্স! সুখী হোক ওরা

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৫

দারুণ কো-ইনসিডেন্স! সুখী হোক ওরা

Manual3 Ad Code

শুভাশিস সিনহা |

মিথিলা। আমার একমাত্র মামার একমাত্র কন্যা। খুব অন্তর্মুখি মেয়ে। কিন্তু সংবেদনশীল, শিল্পানুরাগী, সাহিত্যমনস্ক। উপন্যাসের পোকা। আমাদের বাড়িতে এলেই শুধু সাহিত্য নিয়ে আড্ডা দিতে চায়। জানার ভীষণ আগ্রহ তার। আমি অবশ্য মজা-খুনসুটি বেশি করি। দিদির সাথে প্রাণের আলাপ জমে ওর। সাস্টের সোসিওলজির ছাত্রী ছিল। সেই জ্ঞানে একবার আমার ‘কুলিমানুর ঘুম’ উপন্যাসের একটা ইনফর্মাল রিভিউ লিখে সসংকোচে দিদির মেসেঞ্জারে পাঠায়। আমি তো পড়ে থ! আমার থিয়েটারেরও আকৈশোর সে এক নীরব অনুরাগী দর্শক।

যাই হোক, কাল আমার খুব প্রিয় এই বোনের বিয়ে হতে যাচ্ছে। তবে বিষয়টা তেমন বিষাদের হয় নাই, কারণ ওর বিয়ে হচ্ছে আমাদের গ্রামেই। পাত্র Bipulও আমার প্রিয় অনুজ, ভালো লেখে, শিল্পসাহিত্যে তারও অগাধ আগ্রহ। সেও চবি-র সোসিওলজি! দুজনেই পেশায় শিক্ষক!
দারুণ কো-ইনসিডেন্স!
সুখী হোক ওরা।

Manual2 Ad Code

অনেক ভালোবাসা, মিথিলা… ❤️

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code