ড. দীপ্সিতা — আমাদের গর্ব

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

ড. দীপ্সিতা — আমাদের গর্ব

Manual5 Ad Code

 সৈয়দ আমিরুজ্জামান |

দীপ্ত স্বপ্ন চোখে নিয়ে, পা বাড়িয়েছিলে দূর,
প্রতিবাদের পথ ধরেই পেয়েছিলে নূতন সুর।
দিনের পর দিন, রাতের নিরবতা,
শব্দে, গবেষণায়, জ্বলে উঠেছিল আশা।

Manual6 Ad Code

কমরেড তুমি, লড়াইয়ের দীপ্ত মুখ,
কলমে যেমন প্রখর, তেমনি রুখে দাঁড়াও দুখ।
আজ নামের পাশে এক নতুন চিহ্ন —
ড. দীপ্সিতা ধর, গর্বেরই সিন্ধু।

Manual5 Ad Code

তোমার পিএইচডি শুধু ডিগ্রি নয়,
এ ইতিহাস, এ সংগ্রাম, এ বিদ্যার পরিচয়।
তোমার জয় মানেই— আশার বিজয়,
আমাদের স্বপ্নও পায় নতুন পরিচয়।

অভিনন্দন প্রিয় দীপ্সিতা, তুমি আলো জ্বেলে যাও,
তোমরাই আমাদের গর্ব, এগিয়ে চল, থেমো না কভু আর।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code