সিলেট ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ আগস্ট ২০২৫ : 🪡 লেখা আহবান করেছে শিল্প সাহিত্য সংস্কৃতির ছোটো কাগজ শব্দকথা।
🔥 আগুন চোখে ফুল হয়ে ফুটুক ভালোবাসা 🔥
শব্দকথা পা দিচ্ছে ৮ম বর্ষে! এই আনন্দঘন উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে ত্রৈমাসিক শব্দকথা’র বিশেষ সংখ্যা।
📖 এবারের সংখ্যার থাকছে— প্রেম, দ্রোহ ও সাম্য। তাই খুঁজছি এমন কিছু লেখা— যা পাঠকের হৃদয়ে আগুন জ্বালাবে, আবার ভালোবাসায় ভরিয়ে দেবে মন।
✍️ আমরা নিচ্ছি অণুগল্প ও কবিতা।
তবে প্লিজ—খামখেয়ালি লেখা পাঠিয়ে আমাদের ইমেইল ভারি করবেন না!
আমরা চাই, আপনার সেরা লেখাটি ছুঁয়ে যাক হাজারো পাঠকের মন।
লেখা পাঠানোর নিয়ম:-
⏯️ ই-মেইলে লেখা পাঠানোর ক্ষেত্রে মেইলের সাবজেক্টের ঘরে “ত্রৈমাসিক শব্দকথা প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা” কথাটি উল্লেখ করতে হবে।
⏯️ লেখার সাথে লেখকের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা, ইমেইল ও হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বর দিতে হবে।
⏯️ প্রত্যেক লেখকের জন্য সৌজন্য কপি থাকবে।
⏯️ লেখার শব্দসংখ্যা সর্বোচ্চ ৩০০ (অণুগল্প) শব্দে হতে হবে। কবিতা সর্বোচ্চ ২০/২৬ লাইন হবে।
⏯️ লেখ ইমেইলে পাঠাতে হবে।
⏯️ ‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান’ (সম্পাদক : জামিল চৌধুরী) অনুযায়ী শুদ্ধ বানানে লেখা পাঠাতে হবে।
⏯️ নিয়ম মেনে লেখা না পাঠালে বাতিল বলে গণ্য হবে।
⏯️ কোনো লেখা মেসেঞ্জারে পাঠানো যাবে না।
⏯️ লেখা প্রকাশে কোনো শর্ত প্রযোজ্য নয়।
📝 প্রচ্ছদ: চারু পিন্টু
সম্পাদক ও প্রকাশক : মনসুর আহমেদ
[লেখা পাঠানোর সুবিধার্থে পোস্টটি শেয়ার করে রাখুন]
📩 লেখা পাঠানোর শেষ তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫
ইমেইল: magazine.shobdokotha@gmail.com
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D