সবুজ পাহাড়ের নিচে নীল নীল ব্যথা

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

সবুজ পাহাড়ের নিচে নীল নীল ব্যথা

Manual7 Ad Code

নিও হ্যাপি চাকমা |

পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের লুকোচুরি
সহস্র গাছ-গাছালি বনবীথি
আঁকাবাঁকা পথ সবুজের হাতছানি
উঁচু‌নিচু খাঁ‌দের ঢেউ‌য়ে মাতাল সমীর‌ণে বন্য ফ‌ু‌লের নৃত্য
কোথাওবা
পতঙ্গ, গাছালির সুনিবিড় আবাস।
কখনো তাল বেতাল, উড়নচণ্ডী হাওয়ায়
বিধাতার নিপুণ কারুকাজ।
পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের লুকোচুরি
সভ্যতার সযত্ন অবহেলায়
কর্ণফুলির বুক চিরে প্রবাহের বদলে
জেগে ওঠা চর
কোনো সুডৌল মসৃণ স্তন নয়
ওসব তার কান্নায় ফেঁপে ওঠা বক্ষ
এখানে রূপ দেখেছো, কান্না দেখনি?
সবুজ পাহাড়ের নিচে
নীল নীল ব্যথাগুলো দেখেছো?
নীলিমার কোটরে লুকানো ঈগল, চিল
চেয়ে দেখো, মরা পচা খোজা
ডানা ঝাপ্টানো শকুনগুলোর
আকাঙ্ক্ষা দেখো, দেখতে পাও কি?
কণ্ঠে লুকিয়ে রাখা জন্মের নাড়িছেঁড়া
মাতৃভাষার আর্তনাদ, আদিবাসীর বিড়ম্বনা
কিশোরী, গর্ভবতী মায়েদের আব্রু
লুণ্ঠনের চিৎকার শুনতে পাও কি?
আবার এসো, দেখে যেয়ো
পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের লুকোচুরি
সবুজ পাহাড়ের নিচে
শব্দহীন ব্যথাগুলি,
দেখবে যদি, শুধু নৈসর্গ নয়
সবটুকু দেখো
আদিবাসী উপজাতি দড়িখেলা
সভ্যতা আর নৃ-তাত্ত্বিক টানাপোড়েন
নারী থেকে ভূমি দখলের কুৎসিত খেলা!

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code