সিলেট ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ আগস্ট ২০২৫ : বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার, লিটলম্যাগ ‘পঙক্তি’র সম্পাদক ও প্রকাশক, গীতি ছন্দের কারিগর, সাংবাদিক, কবি ও ছড়াকার পারভেজ হাসান সিলেট কেন্দ্রীক হাছন রাজা লোকসাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
হাছন রাজা লোকসাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন দেওয়ান শমশের রাজা চৌধুরী, দেওয়ান শাহাবাজ রাজা চৌধুরী, দেওয়ান মাহবুব রাজা চৌধুরী, দেওয়ান শাহিন রাজা চৌধুরী, শামীম রেজা চৌধুরী।
হাছন রাজা লোকসাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী ও সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু কর্তৃক স্বাক্ষরিত ও প্রেরিত এক পত্রে সংগঠনের ৯ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের সভাপতি মো. আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজর জেলা ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি নিম্নরূপ : ১। মো: আব্দুল আজিজ (সভাপতি), ২। বাবুল হুসেন (সিনিয়র সহ সভাপতি), ৩। পারভেজ হাসান (সহ সভাপতি), ৪। ইকবাল হোসেন (সাধারন সম্পাদক), ৫। এস ডি শান্ত (সা: সম্পাদক), ৬। শেখ জাহাঙ্গীর (প্রচার সম্পাদক), ৭। রঞ্জিত বিশ্বাস (সাংস্কৃতিক সম্পাদক), ৮। আইজুল সরকার (কোষাধক্ষ্য) ও ৯। বণা’ কাজি (মহিলা বিষয়ক সম্পাদিকা)।
লিটলম্যাগ ‘পঙক্তি’র সম্পাদক ও প্রকাশক, গীতি ছন্দের কারিগর, সাংবাদিক, কবি ও ছড়াকার পারভেজ হাসানের জন্ম ১৯৯২ সালের ৯ নভেম্বর মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামে। পিতার নাম আব্দুর রশিদ, মাতা রীনা বেগম। একভাই ও একবোনের মধ্যে তিনিই বড়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর একটা বড় ঝোঁক ছিল। ৬ষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থাতেই কবিতা লিখতে শুরু করেন তিনি। তাঁর লেখা বহু কবিতা ও ছড়া বিভিন্ন পত্র-পত্রিকা ও লিটলম্যাগে প্রকাশিত হয়েছে। ২০০৯ সাল থেকে ছন্দে ছন্দে গান লেখা শুরু করেন তিনি। এ পর্যন্ত তার গানের সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়ে গেছে।
সৃজনশীল এ গীতিকার দীর্ঘদিন সাংবাদিকতাও করেছেন। তিনি প্রজন্ম ট্রিবিউন, ডিপিসি বাংলা টিভি সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও বর্তমানে তিনি মর্নিং পোস্টের জেলা স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শ্রীমঙ্গলের হাজী আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি, কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং সিলেটের এমসি কলেজ থেকে ভাষা ও সাহিত্যে মাস্টার্স করেছেন।
ছোটবেলা থেকে অনেক সেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত। তার হাত ধরে অনেক সংগঠন গঠিত হয়েছে।
পারভেজ হাসান এ বছরই বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
ইতোমধ্যে সিলেট বেতার কেন্দ্র থেকে অভিনন্দনপত্র গ্রহণ করেছেন ও চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন এবং রাষ্ট্রীয় এ সম্মান আজীবন ভোগ করছেন তিনি।
তিনি সিলেট বেতারসহ বাংলাদেশের যে কোনো বেতার কেন্দ্রে গানের কথা পাঠাতে শুরু করেছেন এবং সারাদেশের বেতার তালিকাভুক্ত শিল্পীরা তার গান গাওয়া শুরু করেছেন। তিনি বিভিন্ন বিষয়ের উপর গান লিখছেন।
সৃজনশীল ও অদম্য মেধাবী কবি ও ছড়াকার পারভেজ হাসানের দীর্ঘদিনের লেখালেখি সহ গীতিকার হিসেবে বাংলাদেশ বেতারে তালিকাভুক্তি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সামনে বিটিভিতেও যেন তালিকাভুক্ত হতে পারেন সেজন্য সবার দোয়া কামনা করেছেন।
বহমুখী প্রতিভাধর, গীতি ছন্দের কারিগর, সাংবাদিক, কবি ও ছড়াকার পারভেজ হাসান বলেন, “এই ক্ষুদ্র জীবনে ছোট ছোট এসব প্রাপ্তি গুলো সামনে চলার পথকে আরও সুগম করে, উৎসাহিত করে এবং অদম্য গতিতে এগিয়ে যাবার প্রেরণা যোগায়।”
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা –
হাছন রাজা লোকসাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার, লিটলম্যাগ ‘পঙক্তি’র সম্পাদক ও প্রকাশক, গীতি ছন্দের কারিগর, সাংবাদিক, কবি ও ছড়াকার পারভেজ হাসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
তিনি বলেন, “প্রথিতযশা মরমী কবি, বাউল শিল্পী হাছন রাজা এক মহান দার্শনিক। যিনি অধ্যাত্মবাদ ও দার্শনিক চিন্তার নিরিখে লালনের পরই সর্বোচ্চ উচ্চারিত এক নাম। যার দর্শন চেতনায় উদ্ভাবিত লোকসাহিত্য ও সাংস্কৃতিক সংস্পর্শে যে কেউ আলোকিত ও সমৃদ্ধ হন। হাছন রাজার দার্শনিক চিন্তা, লোকসাহিত্য ও সংস্কৃতির চর্চায় এবং সংস্পর্শে তোমার সৃজনশীলতা, সাংস্কৃতিক অবদান এবং নেতৃত্বগুণ মৌলভীবাজার তথা জাতীয় পর্যায়ে আরও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করি। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
তিনি আরও বলেন, “তোমার এই দায়িত্ব প্রাপ্তি লোকসাহিত্য ও সাংস্কৃতিক জগতে তোমার অবদানকে আরও সমৃদ্ধ করবে, এটাই আমাদের প্রত্যাশা। তোমার লেখনীতে নতুন লোকসাহিত্য সৃষ্টি হোক, যা বুদ্ধির মুক্তি আন্দোলনের বিকাশমান ধারায় সাহিত্যিক বোদ্ধাদের মনে জায়গা করে নেবে। তোমার সৃজনশীলতা বাংলা লোকসাহিত্য ও সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যাক।
আমি আশা করি, তুমি এই নতুন পথ চলায় সফল হবে এবং তোমার তাৎপরতায় লোকসাহিত্য ও সংস্কৃতি বিকশিত হবে।”
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D