সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
সমুদ্র এবং সৈকতের সাথে সাহিত্যের রয়েছে নিবিড় সংযোগ। কবিতা কিংবা গানে, গল্প অথবা উপন্যাসে তাই বারংবার ফিরে আসে জলধির কথা।
বিলেতে আমাদের অবস্থান যেহেতু সমুদ্র সৈকতের কাছে তাই আমরা গদ্য-পদ্যের মানুষেরা একত্রিত হয়েছিলাম ‘কাব্য ছন্দে সৈকতে’-এক অনাড়ম্বর আয়োজনে।
সম্মিলিতভাবে সৈকতে অবগাহন করতে, কথার ঢেউয়ে জাগরিত হতে, প্রেম, ভালোবাসা, দহন-দ্রোহ, সম্প্রীতি, মানবতা ও দেশাত্ববোধের কাব্যযাত্রায় কবি, লেখক, সাংবাদিক এবং বাচিক ভূবনের বাসিন্দারা আমার আহ্বানে সাড়া দিয়ে যে ঐকান্তিকতা এবং ভালোবাসার পরিচয় দিয়েছেন তা এক কথায় ছিলো অনন্য।
প্রথমে আমাদের বাড়িতে আসার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে দিয়েছে ভিন্নমাত্রা। করে তুলেছে গুরুত্বপূর্ণ। আমরা একটি দুর্দান্ত সময় কাটিয়েছি। এতদিন পর সকলের সাথে পুনরায় সংযোগ স্থাপন করা সত্যিই আনন্দের ছিলো এবং আমরা একসাথে কিছু অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করতে সক্ষম হয়েছি, যা মানসপটে অমলীন স্মৃতি হয়ে জাগরুক থাকবে সারাজীবন। আমরা আবৃত্তি, কবিতা পাঠ, বই প্রকাশ, সমুদ্রের তীরে সূর্যাস্ত, মৃদু বাতাস এবং একে অপরের প্রতি যে ভালোবাসা উপভোগ করেছি, তা সত্যিই অতূলনীয়।
আমি এবং আমার জীবনসঙ্গী আরিফ দুজনেই ফুলটাইম জব করি। সপ্তাহান্তে আমরা সবকিছু আয়োজন করেছি। তাই ত্রুটি-বিচ্যুতিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি আয়োজনের অংশগ্রহনকারী সকলের প্রতি।
আমরা এমন একটি অনুষ্ঠান আয়োজন করার লক্ষ্য নিয়েছিলাম যেখানে কবিতাপ্রেমীরা একত্রিত হতে পারে, প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি অনন্য পরিবেশে তাদের আবেগ ভাগ করে নিতে পারে এবং আবৃত্তি করতে পারে; স্বাভাবিক সমাবেশ থেকে ভিন্নতর কিছু করার অভিপ্রায়ই ছিলো মূল লক্ষ্য।
আপনাদের অংশগ্রহণ আমাদের প্রচেষ্টাকে স্বার্থকতা দান করেছে। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। ঐক্য, সম্প্রীতি এবং ভালোবাসার এই মেলবন্ধন যেনও অটুট থাকে আমাদের। আগামীর অভিযাত্রায়ও পাশে চাই আপনাদেরকে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি