রাকসু নির্বাচন: ভিপি পদে প্রথম নারী প্রার্থী তাসিন খান

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

রাকসু নির্বাচন: ভিপি পদে প্রথম নারী প্রার্থী তাসিন খান

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৯ আগস্ট ২০২৫ : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে প্রথমবারের মত সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন তাসিন খান।

শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে তাসিন প্রার্থিতা ঘোষণা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

Manual3 Ad Code

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন বছর পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় ১৯৫৬-৫৭ সালে। সেসময় এই সংসদের নাম ছিল ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন (রাকসু)। ১৯৬২ সালে এটি ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ’ নামে যাত্রা শুরু করে।

এরপর ১৬ বার আয়োজন করা হয়েছে রাকসু নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। তবে দীর্ঘ এই সময়ে একজন নারীও ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

তাসিন বলেন, “রাকসু আমাদের জন্য ঐতিহাসিক সুযোগ। কোনো দলীয় সাপোর্ট, ফান্ডিং বা কর্মী বাহিনী ছাড়াই নিজের পরিকল্পনা নিয়ে মাঠে নামছি। আমি এমন রাকসু চাই, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক বহুত্ব আর মানবিক মূল্যবোধ প্রতিদিনের চর্চা হবে। দীর্ঘদিন অচল থাকা প্ল্যাটফর্মকে সক্রিয় ও কার্যকর করতে কাজ করব।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “তখন মনে হয়েছিল, স্বাভাবিক জীবনে ফেরা নাও হতে পারে। এখন যে ‘বোনাস সময়’ পেয়েছি, তাতে কোনো প্রাপ্তি-লোভ বা হারানোর ভয় নেই; তাই কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গেও যুক্ত হইনি।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “ভিপি পদকে ঘিরে ক্যাম্পাসে উত্তাপ তৈরি হতে পারে। সাইবার বুলিং, ব্যক্তিগত আক্রমণ ও ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঝুঁকি আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে অ্যান্টি সাইবার বুলিং সেলের আশ্বাস দিয়েছিল, তার কার্যক্রম এখনো শুরু হতে দেখিনি।”

Manual7 Ad Code

২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। এদিকে চতুর্থবারের মতো সংশোধিত তফসিল অনুযায়ী ৩১ অগাস্ট পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল ১ থেকে ৪ সেপ্টেম্বর, বাছাই ৬ থেকে ৭ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১০ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

Manual2 Ad Code

রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

Manual3 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code