১৩ সেপ্টেম্বর কেয়ারগিভার পেশার ভবিষ্যৎ – আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক ওয়েবিনার

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫

১৩ সেপ্টেম্বর কেয়ারগিভার পেশার ভবিষ্যৎ – আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক ওয়েবিনার

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২৫ : আগামী ১৩ সেপ্টেম্বর কেয়ারগিভার পেশার ভবিষ্যৎ – আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।

Manual2 Ad Code

১৩ সেপ্টেম্বর FBiGS আয়োজিত  ফ্রি অনলাইন সেমিনারে যোগ দিয়ে জানুন কিভাবে এই পেশায় আন্তর্জাতিক ও দেশীয় ক্যারিয়ারের সুযোগ আপনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ, নিরাপদ বিদেশে বসবাস, পরিবারের জন্য স্থায়ী আবাসন, এবং সন্মানজনক আয়ের পথ খুলে দিতে পারে।

Manual3 Ad Code

আয়োজকরা জানান, জাপানে প্রতি বছর প্রায় ৪ লাখ প্রফেশনাল কেয়ারগিভারের অভাব, আর জার্মানিতে বৃদ্ধ জনসংখ্যার কারণে প্রতিবছর হাজার হাজার নতুন চাকরির সুযোগ। কানাডা এবং ইউরোপেও কেয়ারগিভারদের চাহিদা বাড়ছে, যারা শুধু কাজই নয়, স্থায়ী বসবাসের সুযোগও পেতে পারে।

আপনি কি জানেন? বাংলাদেশ সরকারও বিদেশে কেয়ারগিভারদের জন্য বিশেষ কর্মসংস্থান পরিকল্পনা নিয়েছে, এবং দেশীয় শীর্ষ হাসপাতালগুলোতেও কাজের সুযোগ প্রতীক্ষা করছে।

Manual1 Ad Code

Register Now Call:  01336-098795
FBiGS ফ্রি অনলাইন সেমিনার: কেয়ারগিভার পেশার ভবিষ্যৎ – আন্তর্জাতিক প্রেক্ষাপট
>> তারিখঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
>> সময়ঃ বিকাল ০৩:০০ ঘটিকা
>> ফ্রি অংশগ্রহণ
>> বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং (সম্পূর্ণ সেশন-এ অংশগ্রহণকারীদের জন্য)

Manual6 Ad Code

#caregiverr #CaregiverCareerr #CaregiverChallenges #caregivertips #caregiverjobs #CaregiverJobsAbroad #CaregiverJobsCanada #japancaregiver #CaregiversGermany #CaregiversJourney #FutureofCaregiving #GlobalOpportunities #ProfessionalCaregivers #healthcarejobs #CareerGrowth #InternationalCareers #caregivertraining #careercounseling #HighPayingJobs #caregiving #caregivingchallenges #CaregivingJourney #caregiverdhaka #CaregiverBangladesh

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code