দেশের অন্যতম প্রিমিয়ার টেকনোলজি ও ইন্টেরিয়র প্রদর্শনী: InTech Expo 2025

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

দেশের অন্যতম প্রিমিয়ার টেকনোলজি ও ইন্টেরিয়র প্রদর্শনী: InTech Expo 2025

Manual5 Ad Code
১৬–১৮ অক্টোবর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজন

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫ : রাজধানীতে শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও ইন্টেরিয়র প্রদর্শনী “InTech Expo 2025”।

আগামী ১৬–১৮ অক্টোবর ২০২৫ তিনদিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটি (ICCB)-তে।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আয়োজনকে ঘিরে ব্যবসায়ী মহলে ব্যাপক সাড়া পড়েছে এবং সীমিত সংখ্যক স্টলের বুকিং ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে মাত্র ২০টি স্টল খালি রয়েছে।

Manual8 Ad Code

বহুমাত্রিক ব্যবসায়িক সুযোগ

“InTech Expo 2025” মূলত ইন্টেরিয়র প্রোডাক্ট, হোম অটোমেশন, ফার্নিচার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবসার প্রতিষ্ঠানগুলোর জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে। আয়োজকদের দাবি, দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের মিলনমেলায় এটি পরিণত হবে একটি বিশ্বমানের প্রদর্শনীতে।

Manual3 Ad Code

প্রদর্শনীতে অংশ নিয়ে উদ্যোক্তারা—

সম্ভাব্য নতুন ক্লায়েন্ট ও ব্যবসায়িক পার্টনারের সঙ্গে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন।

আধুনিক প্রযুক্তি ও ইনোভেটিভ প্রোডাক্ট প্রদর্শনের মাধ্যমে বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন।

দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন ও বিস্তারের সুযোগ তৈরি হবে।

আন্তর্জাতিক মানের একটি প্ল্যাটফর্মে নিজেদের ব্র্যান্ড ও সেবাকে উপস্থাপন করতে পারবেন।

Manual4 Ad Code

ব্যবসা সম্প্রসারণের বড় সুযোগ

আয়োজক কমিটির এক মুখপাত্র বলেন, “InTech Expo 2025 হবে এমন একটি ইভেন্ট যেখানে একই ছাদের নিচে প্রযুক্তি ও ইন্টেরিয়র খাতের উদ্যোক্তারা তাদের সর্বাধুনিক উদ্ভাবন তুলে ধরতে পারবেন। এটি শুধু প্রদর্শনী নয়, বরং ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সেতুবন্ধনের একটি অনন্য সুযোগ।”

Manual3 Ad Code

আন্তর্জাতিক মানের প্রদর্শনী

প্রদর্শনী চলাকালে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্টলে নতুন প্রযুক্তি, ইন্টেরিয়র ডিজাইন, স্মার্ট হোম সল্যুশন ও ফার্নিচার ডিজাইনের উদ্ভাবনী প্রয়োগ প্রদর্শিত হবে। পাশাপাশি আয়োজকরা বিশেষ সেমিনার, প্যানেল ডিসকাশন ও পণ্যের উদ্বোধনী অনুষ্ঠান রাখার পরিকল্পনাও করছেন, যেখানে বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা মতবিনিময় করবেন।

সীমিত স্টল বুকিং

বর্তমানে মাত্র ২০টি স্টল অবশিষ্ট থাকায় উদ্যোক্তাদের এখনই রেজিস্ট্রেশন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা জানান, এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে উদ্যোক্তারা তাদের ব্যবসাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হবেন।

???? তারিখ: ১৬–১৮ অক্টোবর ২০২৫
???? স্থান: আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরা (ICCB)

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code