সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৫ অক্টোবর ২০২৫ : মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে দ্বিতল বাস সেবা। শিক্ষার্থীদের নিরাপদ, সাশ্রয়ী ও সময়নিষ্ঠ চলাচলের কথা বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বি.আর.টি.সি)-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই পরিবহন ব্যবস্থা চালু করেছে।
পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই পরিবহন সেবার আওতায় একটি আধুনিক ও আরামদায়ক দ্বিতল বাস রবি ও সোমবার সকাল ৮ ঘটিকায় কমলগঞ্জ উপজেলা থেকে যাত্রা শুরু করবে। বাসটি নির্ধারিত রুটে শমশেরনগর, মুন্সীবাজার হয়ে সরাসরি মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে পৌঁছাবে।
অন্যদিকে, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় শেরপুর থেকে শুরু করে সরকার বাজার, কাজিরবাজার, নতুন ব্রিজ, কামালপুর, থানাবাজার, কুসুমবাগ, বেরীর পাড় এবং শাহমোস্তফা রোড হয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছাবে বাসটি।
উল্লেখিত দিনগুলোতে দুপুর ১টা ১০ মিনিটে একই বাস কলেজ ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে শিক্ষার্থীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেবে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এই পরিবহন সেবা চালুর মাধ্যমে প্রত্যন্ত এলাকা থেকে আগত ছাত্রীদের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। এতে শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে উপস্থিত হতে পারবেন এবং অভিভাবকদের মধ্যেও নিরাপত্তা নিয়ে আশ্বাস তৈরি হবে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউসুফ মো. শেরউজ্জামান জানান, “আমাদের ছাত্রীদের নিরাপদ ও সাশ্রয়ী চলাচলের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একটি দ্বিতল বাস চালু করা হলেও ভবিষ্যতে চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের অবশ্যই কলেজের নির্ধারিত ড্রেসকোড ও আইডি কার্ড পরিধান করে যাতায়াত করতে হবে, যাতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকে।”
শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, এতে তাদের যাতায়াত সহজ ও নির্ভরযোগ্য হবে। পাশাপাশি যাতায়াত ব্যয়ের চাপও কিছুটা কমবে।
কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবহন সেবার কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে সময়সূচি ও রুটে পরিবর্তন আনা হতে পারে।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীও কলেজ কর্তৃপক্ষের এই পদক্ষেপকে যুগোপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।
সংক্ষিপ্ত সারসংক্ষেপ:
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য বি.আর.টি.সি-র সহযোগিতায় দ্বিতল বাস সেবা চালু করা হয়েছে। নির্ধারিত দিন ও রুট অনুযায়ী সকাল ৮টায় কলেজমুখী এবং দুপুর ১টা ১০ মিনিটে ফেরত যাত্রা শুরু করবে বাসটি। শিক্ষার্থীদের কলেজের ইউনিফর্ম ও আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি