সিলেট ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৫ নভেম্বর ২০২৫ : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের অব্যক্ত দুঃখ–হেনস্তা, শ্রম অধিকারের লঙ্ঘন এবং কর্মপরিবেশ–সংক্রান্ত নানা সমস্যাকে সামনে এনে বিশেষ উদ্যোগ নিয়েছেন সাবেক মিস বাংলাদেশ ও মিস আর্থ বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর মেঘনা আলম। আগামী ৪৮ ঘণ্টা তিনি তার ব্যক্তিগত মেসেঞ্জার ও ই-মেইল সবার জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন, যাতে প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোগান্তি নথিভুক্ত করে আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন।
মেঘনা আলম বর্তমানে বিভিন্ন ট্রেড ইউনিয়নের নারী কমিটির জেনারেল সেক্রেটারি হিসেবে শ্রমিকদের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি বিল্ডিং, কনস্ট্রাকশন, কৃষি ও কাঠশিল্পের শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রাখছেন। পাশাপাশি সরকারি পর্যায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে শ্রমিক–কল্যাণ সম্পর্কিত আলোচনা ও সংশ্লেষ বাড়াতে কাজ করছেন।
প্রবাসী শ্রমিকদের অভিযোগ—ফরমাল চ্যানেলে সমাধান চেষ্টার ঘোষণা
অনেক দিন ধরেই সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা সামাজিক যোগাযোগমাধ্যম অথবা অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে তাকে নানাবিধ অভিযোগ ও অভিজ্ঞতা জানিয়ে আসছিলেন। এসব সমস্যার অধিকাংশই থেকে যায় অনিরসন অবস্থায়, কারণ অনেক প্রবাসীই জানেন না কোন প্রতিষ্ঠান বা সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে হয়।
এই প্রেক্ষাপটেই ৪৮ ঘণ্টার বিশেষ উদ্যোগ। মেঘনা আলম জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো প্রতিটি অভিযোগ তার টিম যাচাই করবে এবং বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমস্যাগুলোর সমাধানে যথাযথ ফরমাল প্রক্রিয়ায় এগিয়ে যাবে।
কিভাবে অভিযোগ পাঠানো যাবে
প্রবাসী বাংলাদেশিরা প্রয়োজনীয় নথি ও তথ্যসহ নিজেদের সমস্যার বিস্তারিত জানাতে পারবেন—
মেসেঞ্জার: ব্যক্তিগত ইনবক্স
ই-মেইল: meghnaalam@gmail.com
তার পক্ষ থেকে জানানো হয়েছে—যারা এই সময়ের মধ্যে যোগাযোগ করবেন, তাদের সঙ্গে টিম পরবর্তীতে যোগাযোগ করবে।
প্রবাসী কল্যাণে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন
বিশ্বজুড়ে বাংলাদেশের রেমিট্যান্স–নির্ভর অর্থনীতিকে টিকিয়ে রাখার পেছনে প্রবাসী শ্রমিকদের অবদান অস্বীকার করা যায় না। তবে কর্মসংস্থান, বেতন, নিরাপত্তা, চুক্তিভঙ্গ, পাসপোর্ট রেখে দেওয়া বা বাড়তি কাজ চাপিয়ে দেওয়া—এ ধরনের জটিলতা বহুদিন ধরেই আলোচনায় থাকলেও অনেক সময় সঠিক চ্যানেলে পৌঁছায় না।
এই উদ্যোগ তাই শুধু ব্যক্তিগত প্রচেষ্টা নয়—বরং প্রবাসী শ্রমিকদের অভিযোগ নথিভুক্ত করা, সেগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় আইনি বা প্রশাসনিক সমাধানের জন্য একটি সম্ভাব্য সেতুবন্ধন।
সমাপনী কথা
প্রবাসী শ্রমিকদের দীর্ঘদিনের ভোগান্তি সমাধানে ফরমাল ও দায়িত্বশীল উদ্যোগ সংগ্রামের একটি অপরিহার্য অংশ। মেঘনা আলমের উদ্যোগ সফল হলে অনেক অনালোকিত সমস্যার সমাধান ও সচেতনতা বৃদ্ধির পথে নতুন অগ্রগতি হতে পারে—এমনটাই আশা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি