সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড: কী ও কেন

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড: কী ও কেন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ নভেম্বর ২০২৫ : সংবাদ সংগ্রহ, সরকারি অনুষ্ঠান কাভারেজ ও গুরুত্বপূর্ণ তথ্যপ্রাপ্তি সহজ করতে বাংলাদেশে সাংবাদিকদের জন্য ইস্যু করা হয় প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় এ কার্ড প্রদান করে থাকে, যা সাংবাদিকদের পেশাগত কাজে সরকারি স্বীকৃতি ও প্রবেশাধিকার নিশ্চিত করে।

Manual4 Ad Code

অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে সাংবাদিকরা বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয়, জাতীয় সংসদ ভবনসহ সংরক্ষিত এলাকায় প্রবেশের সুযোগ পান। রাষ্ট্রীয় অনুষ্ঠান, সংবাদের ব্রিফিং, উচ্চপর্যায়ের রাজনৈতিক বা প্রশাসনিক ইভেন্ট কাভার করার ক্ষেত্রেও এ কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সরকারি নীতিমালা, রিপোর্ট, নথি বা ব্যাখ্যা সংগ্রহে কার্ডধারী সাংবাদিকরা প্রধানমন্ত্রীর প্রেস উইংসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় আয়োজনের সময় সাংবাদিকদের জন্য আলাদা পরিবহন সুবিধাও নিশ্চিত করা হয়।

Manual8 Ad Code

নীতিমালা ও যোগ্যতা

‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২২’ অনুযায়ী সাংবাদিকদের এই কার্ড প্রদান করা হয়। তথ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ ব্যবস্থার মাধ্যমে স্থায়ী ও অস্থায়ী—উভয় ধরনের কার্ড ইস্যু করা হয়।

Manual7 Ad Code

কার্ড পেতে হলে সংশ্লিষ্ট সাংবাদিককে কোনো স্বীকৃত প্রিন্ট বা ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত থাকতে হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের সুপারিশপত্র, পূর্বের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের ভিত্তিতে কর্তৃপক্ষ এ অনুমোদন দেয়।

সুবিধা ও নিরাপত্তা

সরকারি স্বীকৃত পরিচয়পত্র হিসেবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বাড়ায়। বিভিন্ন প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ে কাজের সময় এটি তাদের পরিচয় নিশ্চিত করতে সহায়তা করে। পাশাপাশি বিশিষ্ট অনুষ্ঠান ও সীমিত প্রবেশাধিকারযুক্ত স্থানে তথ্য সংগ্রহে সুবিধা দেয়।

কার্ড বাতিল বা স্থগিত

Manual4 Ad Code

নীতিমালা ভঙ্গ, গুরুতর আইনি অপরাধে জড়ানো বা পেশাগত আচরণসংক্রান্ত সংকট তৈরি হলে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বা স্থগিত করার বিধান রয়েছে। তবে কার্ড বাতিল হলেও সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে বাধা নেই।

কার্ড কেন জরুরি

সংবাদ সংগ্রহের প্রয়োজনে সাংবাদিকদের প্রতিনিয়ত নানা প্রতিষ্ঠান, দপ্তর ও মাঠপর্যায়ে যেতে হয়। এ কারণে একটি আনুষ্ঠানিক পরিচয়পত্র বা স্বীকৃতি থাকা প্রয়োজন। প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড সেই স্বীকৃতি প্রদান করে, যা সাংবাদিকতার স্বাধীনতা ও দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ