বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াড ২০২৬-এর রেজিস্ট্রেশন শুরু

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াড ২০২৬-এর রেজিস্ট্রেশন শুরু

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫ : বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াড (বিইও) ২০২৬-এর রেজিস্ট্রেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অর্থনৈতিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই ও বিকাশের লক্ষ্যেই প্রতিবছর এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

আয়োজকদের মতে, এবারের অলিম্পিয়াড হবে আরও ব্যাপক ও প্রতিযোগিতামূলক। রেজিস্ট্রেশন প্রক্রিয়া উন্মুক্ত হওয়ায় এখন দেশজুড়ে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। যারা জাতীয় রাউন্ডে জয়ী হবে, তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে আন্তর্জাতিক ইকোনমিক অলিম্পিয়াডের গ্লোবাল রাউন্ডে।

Manual5 Ad Code

বিইও কর্তৃপক্ষ জানিয়েছে, তরুণদের অর্থনীতি বিষয়ে আগ্রহ, দক্ষতা ও ক্যারিয়ার-সচেতনতা বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের শিক্ষার্থীরা অর্থনীতির বিভিন্ন শাখায় আন্তর্জাতিক মানের প্রস্তুতি গ্রহণের মাধ্যমে বৈশ্বিক মঞ্চে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবে।

আয়োজকেরা শিক্ষার্থীদের যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

Manual4 Ad Code

রেজিস্ট্রেশন লিংক: https://ecolympbd.org/registration/

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ