সিলেট ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫
বিশ্বমঞ্চে একটি দেশের নাম উজ্জ্বল করে তোলার দায়িত্ব শুধু একজন প্রতিযোগীর নয়; দায়িত্বটি ভাগ হয়ে যায় দেশের প্রত্যেক নাগরিকের মধ্যে। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে এ বছর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছেন তানজিয়া জামান মিথিলা। বহু চ্যালেঞ্জ, কঠোর পরিশ্রম ও সময়সাপেক্ষ প্রস্তুতি অতিক্রম করে তিনি আজ সেই জায়গায় পৌঁছেছেন, যেখানে দাঁড়িয়ে তিনি শুধু একজন প্রতিযোগী নন—তিনি বাংলাদেশের মুখপাত্র, বাংলাদেশের সংস্কৃতির দূত, বাংলাদেশের তরুণ প্রজন্মের সম্ভাবনার প্রতীক।
এই দীর্ঘ পথচলায় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সমর্থন, উত্সাহ এবং মনোবল। অথচ দুঃখজনকভাবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় দেখা যায় অনাকাঙ্ক্ষিত সমালোচনা, বিদ্রূপ কিংবা ব্যক্তিগত আক্রমণ। এসব নেতিবাচক আচরণ শুধু একজন প্রতিযোগীর মনোবল ভেঙে দেয় না; বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করতে পারে। যারা এমন আচরণে যুক্ত হচ্ছেন, তাদের মনে রাখা উচিত—এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিরূপ মন্তব্য নয়; এটি আমাদের দেশের প্রতিনিধিকে নিয়ে বলা, যা শেষ পর্যন্ত দেশেরই বদনাম ডেকে আনে।
ভোট প্রদান করা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ভোট না-ও দিতে পারেন—এতে কোনো সমস্যা নেই। কিন্তু অপমান, ট্রল বা নেতিবাচক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ একটি মেয়ে, একটি স্বপ্ন, একটি দেশের আকাঙ্ক্ষা—সবই জড়িয়ে আছে এ যাত্রায়। মিথিলা আজ বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে পৃথিবীর বিভিন্ন দেশের সামনে তুলে ধরছেন। তার প্রতিটি পদক্ষেপের সঙ্গে জড়িয়ে আছে এই দেশের ১৮ কোটি মানুষের সম্মান।
অন্যদিকে, ভোট শুধু একটি ক্লিক নয়। প্রতিটি ভোট একজন প্রতিযোগীকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের সম্ভাবনার স্বীকৃতির দিকে একধাপ অগ্রসর করে। যারা দেশের জন্য শুভকামনা করেন, তারা নিঃসন্দেহে বুঝবেন—এই সমর্থন আসলে আমাদের নিজেদের প্রতিই দায়বদ্ধতা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে এগিয়ে নিতে চাইলে, আমাদেরই এগিয়ে আসতে হবে।
মিথিলা আপুর প্রতি প্রবাসী-বাঙালি থেকে শুরু করে দেশের তরুণ-তরুণীদের প্রত্যাশা—তিনি যেন গর্বের সঙ্গে বাংলাদেশের নাম উচ্চারণ করে যান। আমরা চাই, তিনি যেন বাধাহীনভাবে স্বপ্নপূরণের পথে হাঁটতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা, উৎসাহ এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া তাই এখন জরুরি।
আমাদের প্রত্যাশা, আমাদের সমর্থন এবং আমাদের সদিচ্ছা—সব মিলেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আরও দূর। এমন একটি মুহূর্তে আমরা প্রত্যেকে যদি দায়িত্বশীল ভূমিকা পালন করি, তবে বাংলাদেশ একদিন অবশ্যই শীর্ষ মুকুট জয়ের স্বাদ পাবে।
মিথিলা আপু, বাংলাদেশ আপনার কাছে অনেক আশা রাখে। দেশের মানুষ আপনার পাশে আছে, থাকবে।
আমরা প্রতিদিন ভোট দিচ্ছি—আপনি দিচ্ছেন তো?
মিস ইউনিভার্স অ্যাপ ডাউনলোড করে সহজেই ভোট দেওয়া যায়।
একটি ভোট মানে—বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাওয়া।
#
তমা রশিদ
ঢাকা

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি